আমাদের কথা খুঁজে নিন

   

রিজিউম হতেই হবে না হয়ে যাবে কোথায় ডাউনলোড পাগলাদের জন্য জরুরী পোস্ট

আমি যুদ্বে পরাজিত এক ব্যর্থ সৈনিক প্রিয় ব্লগার গণ কেমন আছেন সবাই। ইদানিং বেশী পরিমাণে অলস হইয়া পড়ছি। তাই কিছুটা ছন্নছাড়া। মূল কথায় আসি। ঐদিন নেটে কি যেন একটা ফাইল খুঁজছিলাম।

হঠাৎ একটা সাইটে পেয়েও গেলাম। ফাইলটার সাইজ ৫৫এমবি। কোন চিন্তা না করে দিলাম ডাউনলোডে ক্লিক। দেখি হটফাইলের ওয়েব সাইট থেকে ডালো করতে হবে। ব্রডব্যান্ড ডিসকানেক্ট করে বিলাই দিয়ে দিলাম ডাউনলোড।

মোটামুটি চলছিল। কিন্তু বিধিবাম। চলে গেল কারেন্ট। তখন ৩৫ এমবি ডাউনলোডিং রিমেইন করছিল। যাক কারেন্ট আসার পর যখন আই ডি এম এসে ঐ ফাইলটার ডালো লিংক রিফ্রেশ করলাম তখনই "ইরর" দেখানো শুরু করছে।

এরপর রিফ্রেশ ডালো এডড্রেস দিলাম। কিন্তু হটফাইল ওয়েবসাইটে লিখা আমার আই পি থেকে ডালো হচ্ছে। সেই কষ্টের কথা লিখলাম গুগল মামুরে। সে দিল এই জটিল একটা সমাধান। সকল আন রিজিউমেবল সাইট থেকে ফাইল ডাউনলোডের সমস্যা সমাধানে এসে গেল।

মিপোনি ডাউনলোডার এটি সম্পূর্ণ ফ্রি। এটি হচ্ছে এমনই একটি ডাউনলোডার যার দ্বারা আপনি যে কোন আনরিজিউমেবল সাইট থেকে অনায়াসে যে কোন ফাইল ডাউনলোড করতে পারবেন। যে সকল সাইট থেকে আপনাকে রিজিউম সুবিধা পাবেনঃ ১. মেগাআপলোড ২. রেপিডশেয়ার ৩. হটফাইল ৪. ইজি শেয়ার ৫. গিগাসাইজ ৬. ফাইল ফ্যাক্টরি ৭. আপলোডিং ৮. 4 শেয়ার্ড ....................... ইত্যাদি। বৈশিষ্ট্য সমূহঃ এই ডাউনলোডারের সাথে ব্রাউজার ও যুক্ত রয়েছে। এটি দিয়ে কোন ফাইল ডালো করার সময় প্রিমিয়াম একাউন্টের প্রয়োজন হবে না।

স্ক্রিণশটঃ এটি ডাউনলোড স্ক্রিণ এর স্ক্রিণের মাধ্যমে ঐ ওয়েবসাইটে ফাইলটি আছে কিনা তার অবস্থান জানতে পারবেন। এটা ব্রাউজার স্ক্রিণ। বোনাসঃ আর এর সাথে বোনাস হিসেবে থাকছে HJSplit। যে কোন খন্ডায়িত ফাইল জোড়াতালি লাগান। বিঃদ্রঃ এই ডাউনলোডার দিয়ে আপনি শুধুমাত্র আনরিজিমেবল সাইট থেকে ফাইল ডাউনলোড করতে পারবেন এবং ইচ্ছানুযায়ী ডাউনলোডরত ফাইলটিকে পজ করে আবার সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।

হ্যাপি ডাউনলোডিং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.