আমাদের কথা খুঁজে নিন

   

স্বয়ংক্রিয়ভাবে Temp ফাইল পরিস্কার করার পদ্ধতি

দিয়ে ছিলে যা নিয়ে নিতে পার, লেখা কবিতা গাওয়া গান যত, খুজে দেখো না পাবে না কেউ আমার মত... উইন্ডোজের অস্থায়ী ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে Temp ফোল্ডারে জমা হতে থাকে। এসব অস্থায়ী ফাইলকে উইন্ডেজ পেইজ ফাইল বলে। এই ফাইল গুলি উইন্ডোজ চালু হওয়ার সময় একে Slow করে ফেলে । Start থেকে Run এ ঢুকে Temp লিখে OK করলে Temp ফোল্ডার টি খুলে, এখান হতে Temp ফাইল গুলিকে Delete করা যায় । কিন্তু নিয়মিত এভাবে Temp ফাইল গুলি Delete করা হয়ে ওঠে না ।

কিন্তু ইচ্ছা করলেই কম্পিউটার বন্ধ করার সময় উইন্ডোজের অস্থায়ী Temp ফাইল গুলো স্বয়ংক্রিয়ভাবে পরিস্কার করা সম্ভব। উইন্ডোজের এসব ফাইল পরিস্কার করার জন্য- Start থেকে Control Panel হয়ে Performance & Maintenance থেকে Administrative Tools-এ ডাবল ক্লিক করে Administrative Tools উইন্ডো খুলুন । এবার উক্ত উইন্ডোর Local Security Policy তে ডাবল ক্লিক করলে পর্দায় Local Security Setting উইন্ডো আসবে। উক্ত Local Security Setting উইন্ডোর বাম পাশে ⊞ Local Polices তে ক্লিক করে Security Options-এ ক্লিক করুন। এখন প্রদর্শিত উইন্ডোর ডান দিকে Shutdown: Clear virtual memory page file-এ ডাবল ক্লিক করুন।

এবার Shutdown: Clear virtual memory pagefile Properties ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্সের Enabled রেডিও বাটনে ক্লিক করে নির্বাচন করুন এবং OK করে বের হয়ে আসুন। এর ফলে পরবর্তী সময় Computer Shutdown করলে Temp ফাইল পরিস্কার হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।