। আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম একটা ছোট্ট টিউন নিয়ে। আশা করি ভাল লাগবে। যখন আপনি কোন ফাইল অথবা ফোল্ডার অর্থাত কোন ডকুমেন্ট সাধারনভাবে ডিলিট করেন তবে উক্ত ডিলিট করা ডকুমেন্টটি জমা হয় রিসাইকেল বিনে।
সেখান থেকে আবার রিসাইকেল বিন খালি করা একটা ঝামেলার কাজ অনেকের কাছে। আবার আমরা অনেকই কোন ডকুমেন্ট চিরতরে ডিলিট করার জন্য এই পন্থা অবলম্বন করি Shift+delete । কিন্তু আপনি যদি কোন ফাইল সাধারনভাবে ডিলিট করে রিসাইকেল বিনে ঐ ফাইল অথবা ডকুমেন্ট দেখতে না চান সেক্ষেত্রে নিম্নের পদ্ধতি অবলম্বন করুন।
বিস্তারিত:প্রথমে আপনি win key+R বাটনে প্রেস করুন। রান অপশনে গিয়ে regedit টাইপ করে এন্টার বাটনে প্রেস করুন।
দেখুন রেজিষ্ট্রি এডিটর ওপেন হবে। এখান থেকে এইভাবে HKEY_LOCAL_MACHINE>SOFTWARE>Microsoft>Windows>CurrentVersion>Explorer>BitBucket পর্যন্ত গিয়ে ডান পাশে লক্ষ্যে করুন NukeOnDelete নামে একটা অপশন আছে সেখানে ডাবল ক্লিক করে ওপেন করে এর ভেলু 0 er জায়াগায় 1 করে দিন। এবার কম্পিউটারটি একবার রিষ্টার্ট করে নিন। বাস এই পর্যন্তই। ভাল থাকবেন সবাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।