"জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে..একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিসঙ্গ্তায় ডুবেছি"-(শঙ্খনীল কারাগার)হুমায়ূন আহমেদ মাননীয় মডারেটর , আসলে অনেক দিন আগ ত্থেকেই আপনাকে অনেক কথা বলার জন্য খুজছিলাম ,কিন্তু মনে হচ্ছিল যে না এতো ছোটো ছোটো ব্যাপার গুলো সামলিয়ে নেয়াই ভালো , কিন্তু এখন যা পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে আমার মনে হয় আর কারো দ্বারা সুস্থ ধারার ব্লগিং চর্চা করা সম্ভব হয়ে উঠবে না ।আশা করি আমার সহ ব্লগার রাও তা মেনে নিবেন । বেশী দিন না মাত্র ৮ মাসের ব্লগার আমি তবে এখানে এসেছিলাম সমাজের সুস্থ সভ্য মানুষ দের সাথে ব্লগিং করার আশায় তাদের লেখা পড়ে কিছু জানার আশায। কিন্তু সামু যে দিনে দিনে চটি সাইট এ পরিনত হচ্ছে তা দেখে আর থাকতে পারলাম না। তাই আজ আমি সামুকে চটি সাইট বানানোর বিরুদ্ধে আন্দোলন শুরু করলাম।আমি জানি অনেকেই আমার সাথে একাত্ম হবেন। বন্ধের দিনে ব্লগে বসেই মেজাজটা বিগড়ে গেলো।প্রথম পাতায় একটা নোংরা পোস্ট পড়ে দিন শুরু করলাম। "মায়ের নটিত্ব মেয়ের মধ্যে......" এই পোষ্ট টি এক ব্লগার দিয়ে রেখেছেন ,জানিনা তার উপলব্ধি কি বা তিনি কি চিন্তাধারা আর মুল্যবোধ থেকে এই পোষ্ট টি দিয়েছেন কিন্তু সেই ব্লগার এর আরো পোষ্ট ঘাটতে গিয়ে বেরিয়ে এলো আরো ব্যাপার যা দেখে আমার মনে হল তিনি নিশ্চিত ভাবেই মানসিক ভাবে বিকার গ্রস্ত আপনারাই খেয়াল করুন পোষ্ট এর হেডিং গুলো “মেয়েদের বাসে যাতায়াতে পুরুষের কুকর্ম ! (এ কেমন পৈচাষিক ব্যবহার)” “কেমন বিয়ে করব ? স্কুল গার্ল নাকি, ভার্সিটি গার্ল ?” “দেশে মেয়ে নাই , অন্যের বউকে বিয়ে করি তাই” “দুরআলাপনে পরকীয়া গভীরতা লাভ করে এভাবে....” পোষ্ট গুলো দেখে বলবেন যে এটা আর এমন কি তবে আমি হাইলাইট করছি একটা লাইন দিয়ে “এখন মেয়ে গিফট নেয় না বরং দেয়, দেখা হলেই আরও কাছে এতে গাঢ় হয় সরবত। এভাবে স্বামী হারায় বউ প্রেমিক লুটে নেয় প্রেমিকার মন ও দেহ” এগুলো কি কোনো সভ্য মানুষ এর ভাষা হতে পারে ??? আশা করি এই ব্যাপার গুলোতে আমার সহব্লগার রাও একমত হবেন …….. অনেক ব্লগার এই ধরনের পোষ্ট এর বিরুদ্ধে কথা বলতে গেলেই দেখা গিয়েছে তাকে ব্লক করা হয়েছে ,অথবা নোংরা ভাষায় গালি গালাজ করা হচ্ছে এখনো প্রথম পাতায় একটি পোস্ট আছে..... "মেয়েদের মাল বলা হয় কেনো?..." মাননীয় মডারেটর প্লিজ একটু দেখবেন কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।