আমাদের কথা খুঁজে নিন

   

প্রতি উত্তরে বাবা বলেন আপনার পুরা শরীরে নাপাকী নিয়ে নামাজ পড়বেন আপনাদের নামাজ কি সহীহ হবে? আগে গোসল করে পবিত্র হতে হবে তার পরে নামাজ পড়তে হবে।

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। অনেক অনেক দিন পরে গতকাল বাবার সাথে প্রায় ঘন্টাখানেক আলাপ হলো। পাশাপাশি থেকেও বাবার সাথে আমার দেখা সাক্ষাত দু’চারদিন পর পর হয়, কথা তেমন একটা হয় না সালাম দেয়া পর্যন্তই সীমাবদ্ধ। বাবার সাথে দুরত্বটা শুরু হয় ক্লাস ফাইভ এর পর থেকে, হোষ্টেলে থাকার কারনে অনেক দিন পর পর আসা হতো, ছোট ছিলাম বাবা হলেন এলাকার মসজিদের ইমাম। ছোট বেলা থেকেই খুব খেলা পাগল ছিলাম,হোষ্টেল থেকে যখন আসতাম বন্ধুদের সাথে খেলায় মত্ত হতাম আর মুসল্লিরা বাবার কাছে নালিশ করতো আপনার ছেলে খেলা-ধুলা করে এটা ইমাম সাহেবের ছেলে হিসেবে তাকে মানায় না, মারবেল,লাটিম,ম্যাচের খোসা দিয়ে চাড়া,ফুটবল,ক্রিকেট,ঘুড়ি উড়ানো সহ সব খেলায় ছিল ভিষন আগ্রহ।

বাবার কানে নালিশ যেতে আর পিঠে উত্তম রুপে তার প্রতিদান আসত। সেই থেকে বাবার প্রতি একটা বিরুপ মনোভাব তৈরী হতে শুরু করে। তৈরী হতে থাকে দুরত্ব, দিনে দিনে সেই দুরত্ব অনেক বড় আকার ধারন করে। আমার মেয়ে “লামিছার” জন্মের পর সেই দুরত্বটা অনেক অনেক কমে যায়। ফিরে আসি মুল কথায়।

গতকাল বাবার সাথে মসজিদে বসে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক আলাপ হলো, আলাপের এক পর্যায়ে উঠে আসল জামাত শিবির প্রসঙ্গ। বাবা সেই পাকিস্তান আমল থেকেই মওদুদী বিরোধী আলেমদের কাতারের। বাবা বলেলন ১৯৮৩ বা ৮৪ সালে একবার বাবা সহ জিগাতলার বেশ কয়েকজন ইমাম সাহেবকে স্থানীয় একজন জামাত সমর্থক অনেক অনুরোধ করে নিয়ে যান, জামাতের উপরের মহলের সাথে একটি মিটিং করার জন্য। বিভিন্ন বিষয়ে কথা হবার এক পর্যায়ে জামাতের মতিউর রহমান নিজামী স্বীকার করে মওদুদীর অনেক ভুল-ভ্রান্তির কথা। বাবা তাদেরকে বলেলন তাহলে আপনারা সেটা স্বীকার করে নিয়ে আপনাদের যে আকিদাগত ভুল আছে সে জন্য তওবা করে তা সংশোধন করুন।

প্রতি উত্তরে তিনি বাবাকে বলেন যে, তারা এখন রাজনৈতিক চিন্তা-চেতনা নিয়ে ব্যস্ত আর দ্বিতয়ত তারা ক্ষমতায় গেলে সব ভুল-ভ্রান্তি ঠিক করে নিবেন। প্রতি উত্তরে বাবা বলেন আপনার পুরা শরীরে নাপাকী নিয়ে নামাজ পড়বেন আপনাদের নামাজ কি সহীহ হবে? আগে গোসল করে পবিত্র হতে হবে তার পরে নামাজ পড়তে হবে। আপনারা নাপাকী দুর না করে নামাজ পড়ে গোসল করার যে তরিকা বেছে নিয়েছেন যদি গোসল করার আগেই মারা যান তাহলে তো কাফের হয়ে মারা যাবেন। এ কথা বলার পরে নিজামী সহ জামাতের যারা ছিল সব চুপ হয়ে গেল মিটিংও শেষ। এর পরে বাবাকে ইমামী জীবনে জামাতীদের অনেক ঝড়-ঝাপটা মোকাবেলা করতে হয়েছে।

মজার বিষয় হলো আমরা বাপ-বেটা দুজনেই জামাতের বিরুদ্ধে লড়ছি। বাবা অবশ্য গতকাল মুখ ফসকে বলে ফেলেছেন সেই পাকিস্তান আমলেরও আগে মওদুদী বিরোধী যে ওলামায়ে হিন্দ ছিল তিনি সেখানে ছিলেন। কিন্তু আমি বলিনি যুদ্ধাপরাধী জামাত বিরোধী প্রজন্ম চত্বরের আন্দোলনের শুরু থেকে আমিও আছি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.