আমাদের কথা খুঁজে নিন

   

বাসার ঝগড়া বাসায় করা ভালো, রাস্তাঘাটে নয়

কয়েকদিন আগের কথা। সকাল ১০টার দিকে বাসা থেকে বের হলাম বাজারে যাবো বলে। বাসার সামনের রাস্তায় দেখলাম একটা সিএনজি দাড়িয়ে আছে। সিএনজির ভেতরে এক মহিলা (৩৫-৪০) একটা ৪-৫ বছরের ছেলেকে নিয়ে বসে আছেন, এবং চিৎকার করছেন। ঐ হারামী, ঐ ব্ল্যা ব্ল্যা।

গাড়ি ভাড়া না দিয়ে চলে গেলি ক্যান? একটু আড়ালে দাড়িয়ে ঘটনা বুঝার চেষ্টা করলাম। মহিলার গলার স্বর আরো উচুতে উঠেছে, সিএনজিওয়ালা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আরো কিছুক্ষণ পর এক টাকমাথা ভদ্রলোক পাশের বিল্ডিং থেকে বের হলো, যা বুঝলাম, ইনিই ভদ্রমহিলার স্বামী। তারা একসাথে অন্য কোনো এলাকা থেকে এইখানে বেড়াতে এসেছেন কোন একটা বাসায়। ভদ্রলোক সিএনজি ভাড়া না দিয়েই বাসায় ঢুকে গেছেন।

তিনি চেয়েছিলেন, তার স্ত্রী যেন সিএনজি ভাড়াটা (২০০টাকা) দিয়ে দেয়। হয়ত স্ত্রী তার পকেট সাফাই করেছিলো ২-১দিন আগে, স্বামী চাচ্ছিলো সেই টাকা উসুল করার জন্য। শেষ পর্যন্ত আর না পেরে ঐ ভদ্রলোক ভাড়া পরিশোধ করলেন। ঢাকার রাজপথে, চলতি পথে এমন অনেক মজার মজার ঘটনা দেখা যায়। তার কয়েকটি আগে লিখেছিলাম।

লোকাল বাসে সামুর ২ ওজনদার ব্লগারের কথোপকথন ভালো পড়ালেখা করছি বেশি ঘুষ পাওয়ার জন্য ঢাকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এইডসের জীবাণু। সাবধান থাকবেন সবাই। ঢাকার রাজপথে ভরদুপুরে বাসের মাঝে ঝুলন্ত প্রেম পিরিতি কেন? কি করবেন? যখন আপনি নিজে অন্যের বিরক্তির কারণ হয়ে দাড়ান? গন্ধে যখন বমি আসে পোস্ট, টোটকা টিপস সমেত!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।