আমাদের কথা খুঁজে নিন

   

রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগে বাঙালিদের বঞ্চিত করা হলো

আকাশটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ গতকাল সন্ধ্যায় প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলালফল প্রকাশ করেছে। প্রতিবারই এখানে এসব নিয়োগে দুর্নীতি কম-বেশি হয়ে এসেছে। তবে এবারের দুর্নীতি আগের সকল রেকর্ড অতিক্রম করেছে বলেই শুনা যাচ্ছে। পাহাড়িদের সবসময়ই অগ্রাধিকার দেয়া হয়ে থাকে, এবারো দেয়া হয়েছে। তবে এবার দেয়া হয়েছে কোন প্রকার নীতি নৈতিকতার তোয়াক্কা না করেই।

যেমন- শুনা যাচ্ছে লংগদু উপজেলায় সাধারণ নিয়োগ প্রার্থীদের মধ্যে সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে ২২ জনকে এর মধ্যে মাত্র ৭ জন বাঙালি বাকি ১৫ জনই পাহাড়ি। অথচ জনস্যাংর দিক থেকে লংগদু উপজেলায় পাহাড়িদের চেয়ে বাঙালিদের সংখ্যা অনেক বেশি। আর বাঙালি যাদের চাকরি হয়েছে তাদেরও নাকি চাকরি হয়েছে বিপুল পরিমানের অর্থ লেনদেনের বিনিময়ে। যার ফলে, ক্ষমতাসীন দলের অনেক নেতাকর্মীও দলীয় পরিচয়ে চাকরি পাওয়ার আশা করে টাকার কাছে হেরে গেছে। এর প্রতিক্রিয়া স্বরূপ গতকাল রাতেই বিক্ষুদ্ধ কিছু নেতাকর্মী জেলা পরিষদে হামলা করেছে বলে শুনেছি।

আজ আরো বড় আন্দোলনের প্রস্তুতি নেয়া হয়েছে সকাল থেকেই। অবস্থা বেগতিক দেখে জেলা পরিষদ চেয়ারম্যান কয়েক জন ছাত্রলীগ নেতাকে সদর থেকে তাদের পছন্দের কয়েকজনের তালিকা দিলে চাকরি দেয়া হবে বলে আশ্বাস দিয়েছে। তবে জেলা সদরের বাইরের বঞ্চিতদের কি হবে তার কোন বিহিত না হওয়ায় ফুঁসছে তারা। এখন এই নিয়েই মিটিং, সিটিং আর গোপন শলাপরামর্শ চলছে বলেই ছাত্রলীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।