আমাদের কথা খুঁজে নিন

   

অনুপ্রেরণামূলক উক্তি

১. ‘‘আমি ভাবি আর ভাবি মাসের পর মাস এবং বছরের পর বছর। নিরানববই বারই আমার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়। ঠিক একশ' বারে পৌঁছে, আমি একটা সঠিক সমাধান বা সিদ্ধান্তে উপনীত হই। ’’ (অ্যালবার্ট আইনস্টাইন) ২. ‘‘তাদের কাছ থেকে দূরে থাক, যারা তোমার লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে। সংকীর্ণ চিত্তের অধিকারী ব্যক্তিরা সর্বদা তাই করে থাকে।

কিন্তু, সত্যিকার মহৎ তারাই, যারা তোমাকেও মহৎ পথের দিক-নির্দেশনা প্রদান করে সেই বিশ্বাসের বীজ তোমার মধ্যে বপন করে। ’’ (মার্ক টোয়েইন) ৩. ‘‘পরিবর্তন ঘটাও এবং পরিচালনা করো; পরিবর্তনকে মেনে নাও এবং সংগ্রাম করে বেঁচে থাকো। পরিবর্তনকে প্রতিহত করো এবং মৃত্যুকে আলিঙ্গন করো। ’’ (রেই নর্ডা) ৪. ‘‘মহৎ ব্যক্তিরা সর্বদাই সংকীর্ণ-ব্যক্তিত্বের অধিকারী মানুষদের নিকট থেকে ভয়ানক বাধার সম্মুখীন হয়। ’’ (অ্যালবার্ট আইনস্টাইন) ৫. ‘‘যদি সুযোগ দরজায় না আসে, তবে নিজেই সুযোগ সৃষ্টি করো।

’’ (মিল্টন বার্লে) ৬. ‘‘কার্যবিহীন দর্শন তথা দূরদৃষ্টি দিবাস্বপ্ন বৈ কিছুই নয়। আর, দূরদৃষ্টিহীন কার্য কেবলই দুঃস্বপ্ন। ’’ (জাপানী প্রবাদ) ৭. ‘‘কেউ কেউ সাফল্য অর্জন করে, কারণ তাদের সৌভাগ্য পূর্ব-নির্ধারিত। আর, কেউ কেউ সফল হয়; যেহেতু তারা দৃঢ়-প্রতিজ্ঞ। ’’ (অজ্ঞাত) ৮. ‘‘সাধারণ ও অসাধারণ-এর মধ্যে তফাৎ শুধুমাত্র সামান্য একটু ঐকান্তিক প্রচেষ্টার’’ (অজ্ঞাত) ৯. ‘‘জ্ঞানার্জন করাটাই সবকিছু নয়, আমাদেরকে তার অবশ্যই কার্যে পরিণত করতে হবে।

কেবল কিছু করতে চাওয়ার বাসনাই বড় কথা নয়, আমাদেরকে অবশ্যই কর্ম সম্পাদন করতে হবে (গোর্থ) ১০. আমরা ঠিক তাই, যা আমরা বারবার করি। অর্থাৎ উৎকর্ষতা কোন দৈব-ঘটনা নয়; বরং তা একটি অভ্যাসমাত্র। (অ্যারিস্টটল) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।