দিয়ে ছিলে যা নিয়ে নিতে পার, লেখা কবিতা গাওয়া গান যত, খুজে দেখো না পাবে না কেউ আমার মত... ১) উইন্ডোজে ব্রাঊজিং স্পিড বাড়ানোর জন্য Run এ regedt লিখে HKEY_LOCAL_MACHINE/Software/Microsoft/Windows/CurrentVersion/Explorer/RemoteComputer/NameSpace এ যেতে হবে এবং উইন্ডোজের যে কি থাকবে সেটি মুছে দিতে হবে । ২) উইন্ডোজ এক্স-পি তে Error Reporting অপশন বাদ দেয়ার জন্য Control Panel হতে Performance and Maintenence এ গিয়ে System এ ক্লিক করতে হবে । তারপর Advanced ট্যাব হতে Error Reporting এ ঢুকে Disable Error Reporting সেট করে দিতে হবে । ৩) অটো প্লে বন্ধ করতে হলে Run এ gpedit.msc লিখে Local Computer Policy এর User Configuration>Administrative Templates>System এ ডবল ক্লিক করে ডান পাশের window এর Turn off auto play ডবল ক্লিক করে Enable ও All drives ঠিক করে দিতে হবে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।