চলতি মাসের কম্পিউটার জগৎ পড়তে গিয়ে উইন্ডোজের কিছু মজার জাদুর কথা চোখে পড়ল যা আমার সামহয়্যার....... বন্দুদের সাথে শেয়ার করতে ইচ্ছা হল আর তাই ...............
যাদু -১ একজন ভারতীয় নাগরিক আবিস্কার করেন যে কেউ কম্পিউটারে কোনো জায়গায় con নাম দিয়ে কোনো ফোল্ডার তৈরি করতে পারবে না ।
এটি যদি আপনার কাছে অবিশ্বাস্য মনে হয় তাহলে চেষ্টা করে দেখতে পারেন। এ ব্যাপারে মাইক্রোসফট ও বিস্ময় প্রকাশ করেছে।
জাদু - ২ : একটি খালি নোটপ্যাড ফাইল ওপেন করুন
: এং টাইপ করুন bush hid the facts এবং যে কোনো নামে
সেভ করুন এবং নোটপ্যাড ফাইলটি বন্ধ করে আবার চারু
করেন এবং দেখুন ব্যাপারটা কেমন ভুতুড়ে এবং বিস্ময়কর।
জাদু - ৩ : মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন এবং টাইপ করুন
=rand(200,99) এবং এন্টার চাপলে দেখবেন কি বিস্ময়
আপনার জন্য অপেক্ষা করছে এবং সবচেয়ে মজার তথ্য হল মাইক্রোসফট এর ..... বিল গেটস ও এর কোনো উত্তর দিতে পারেনি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।