আমাদের কথা খুঁজে নিন

   

Transit

Bangladeshi is my identity. আসসালামু আলাইকুম, আমি সবাইকে অনুরোধ করছি,রাজনৈতিক বিভেদ ভুলে জাতীয় স্বার্থে আমরা সবাই এক হই। রুখে দাড়াই ভারতকে ট্রানজিট-এর বিপক্ষে। দেশ বাঁচাই,বাঁচাই এ দেশের মানুষকে। রাজনীতিবিদরাই এদেশের সর্বনাশ করছে শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে। তাদের ফাদে পা আর না দেই,সমর্থন করি সৎ,দক্ষ ও দেশপ্রেমিক লোকদের।

"আমারদেশ" পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সেরকম একজন লোক। "ধানের শীষ" অথবা "নৌকা"-এর প্রেমে আরপাগল না হয়ে দেশপ্রেমিক লোকদের ডাকে সাড়া দিয়ে দেশগড়ার কাজে মন দেই। ভিন্নমত থাকতেই পারে,কিন্তু জাতীয় স্বার্থে সবাই এক হওয়ার কোন বিকল্প নেই। মাহমুদুর রহমানের দেশপ্রেমিক নেতৃত্বে আমরা ভারতকে ট্রানজিট দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হই। বিশ্বাসঘাতক রাজনীতিবিদরা যত কিছুই করুক,আমরা তাদের এ দেশবিরোধী অপচেষ্টা কিছুতেই সফল হতে দেবনা।

মিশরকে দেখেও যদি আমাদের শিক্ষা না হয় তবে আমাদের মত হতভাগা আর কে হতে পারে?১৬ কোটি মানুষের এ দেশে আমরা একবার রাস্তায় নামলে বিশ্বাসঘাতকরা পরিধেয় বস্ত্র নিয়েও পালাতে পারবে না। এতে কোন সন্দেহ নেই। আগামী ৬ ও৭ সেপ্টেম্বরে মনমোহনের সফরের সময় ভারতকে ট্রানজিট দেয়ার কথা রয়েছে। এর আগেই আমরা রাস্তায় নেমে দেশদ্রোহীদের উচিত শিক্ষা দেব। যাতে ভবিষ্যতে আর কেউ এ রকম দুঃসাহস না দেখায়।

ফেসবুকে আমার সাথে একাত্মতা প্রকাশ করুন। আমি নির্দলীয়। মোঃ জাকির হোসেন ১৭-ই মার্চ ইউথ মুভমেন্ট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।