sabujs@yahoo.com আর ভাল্লাগেনা ... তাই বই নিয়ে বসলাম । পড়তেও ভাল্লাগেনা । তাই টিভি নিয়ে বসলাম .... চা খাইতে ইচ্ছে কর্তেছে .. একটা কবিতা শোনেন ... আগুন , বাতাস , জল আদিম দেবতারা তাদের বঙ্কিম পরিহাসে তোমাকে দিলো রূপ .. কী ভয়াবহ নির্জন রূপ তোমাকে দিলো তারা আর তোমার সংস্পর্শের মানুষদের রক্তে দিলো মাছির মতো কামনা । আরও একটা শোনেন .... অবশেষে পৃথিবীর সেইসব প্রাচীন রূপকথার মতো আমি এবং সে .... আমাদের হৃদয়ে যতো --- উষ্ণতা ছিলো সব পুড়িয়ে দিলাম ' মিসিসিপি , মরুভূমি আর চিরসবুজের দেশ ঘুরে এসে আমি এবং সে .... আমাদের হৃদয়ের সব কথা বলা হলে শেষে খুজেঁ দেখি ভালোবাসা আমাদের ফেলে গেছে , আর পরস্পর হৃদয়ে জড়ানো এক অচিন অন্ধকার ...... আমাদের সবার হৃদয়ে এখন অচিন অন্ধকার ... প্রথমটা জীবুদার লেখা । দ্বিতীয়টা এই অধমের .. পোস্টের শিরোনাম ছিলো বই নিয়ে । সম্প্রতি পড়া কিছু বই .... ১. লৌহকপাট ( অসাধারন একটা বই , জরাসন্ধের লেখা ) ২. দ্য লস্ট সিম্বল ( ড্যান ব্রাউন ) ৩. দ্য দা ভিঞ্চি কোড ( ) ৪. এন্জেলস এন্ড ডেমনস ( ) ৫. আরব্য রজনীর গল্প ( প্রতিদিন ঘুমানোর আগে পড়ি ) ৬. মানবজমিন ( এই নিয়ে তৃতীয়বার ) ৭. বোতল ভূত ( হুমায়ূন আহমেদ , অনেক আগে একবার পর্ছিলাম , রিভিশন দিলাম ) ৮. পিপল অভ দ্য মিস্ট ( হেনরি রাইডার হ্যাগার্ড এর অসাধারন বই ) ৯. হেতমগড়ের গুপ্তধন ঘুম আসতেছে না । সেহেরি কইরা ঘুম দিমু । কালকে অফিস নাই ....... মুহাহাহাহাহা ....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।