আমাদের কথা খুঁজে নিন

   

আড্ডা পোস্ট: হবে নাকি আড্ডা?

জীবন গঠনে নিজেস্ব প্রতিক্রিয়ার দায় বেশি, ঘটে যাওয়া ঘটনার ভূমিকা সামান্য।

একটা আজাইরা কাজে ইউনি আসতে হলো। এখন আজাইরা অনেক্ষন বসে থাকতে হবে। ডাক পড়লে যেতে হবে। করার কিচ্ছু পাচ্ছি না।

ইউনির কম্পিউটারে কোন ম্যাসেঞ্জারও নেই ছাতা। ভয়াবহ রকমের বোরড। কাল রাতে ঘন্টাখানেক ঘুম হয়েছে মোটে। কিন্তু শরীরে ক্যাফেইন, ঘুম আসছে না, একটা হালকা বিরক্তি হচ্ছে। বোরডম চেপে বসছে।

মনে পড়ে গেল, এক সময় সামহোয়ারে তুমুল আড্ডা চলতো। প্রতিদিনই কেউ না কেউ আড্ডা পোস্ট দিত, বেশ জমতো। আজ হঠাত মনে হলো, দেই একটা। বুঝতে পারছি জমবে না। সেই দিন আর নেই! জমুক না জমুক, ডাক পড়ার সময় পোস্ট ডিলিট করে যাবো।

হবে নাকি আড্ডা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.