আমাদের কথা খুঁজে নিন

   

আড্ডা!! আড্ডা!! :: আসুন উপমার জন্য একত্রিত হই

এলেমেলো কথাবার্তা tutul@amrabondhu.com

উপমাকে নিয়ে মানবিক আবেদন ইতিমধ্যে আপনাদের দৃষ্টি গোচর হয়েছে বলে আশা করছি। এখন সময় বিষয়টাকে সমাপ্তির দিকে এগিয়ে নেয়া। ইতিমধ্যে আপানাদের দেয়া প্রায় এক লক্ষ টাকা উপমার জন্য জমা হয়েছে। প্রয়োজন আর মাত্র ২০০টাকা করে দিতে সক্ষম ১০০০ মানুষের হাত... আপনাদের কাছে অনুরোধ সহায়তার আবেদন সম্বলিত আহ্বান সকলের কাছে পৌছে দিয়ে আসুন সকলে মিলে একটি মেয়েকে বাচিয়ে তুলি।। আপনাদের সুবিধার কথা বিবেচনা করেই # যারা দেশের বাইরে থেকে অনলাইনে টাকা জমা দিতে ইচ্ছুক তাদের জন্য আমার ব্লগে জ্বীনের বাদশা'র লেখা এই পোস্ট দেখার অনুরোধ রইলো http://amarblog.com/lubdhok/38637 # আগামী শুক্রবার পহেলা বসন্তের দিনে বিকেলে ৫টা পাবলিক লাইব্রেরীতে এসে হাতে হাতে টাকা জমা দিন এবং বিস্তারিত জানুন অথবা # আজিজ সুপার মার্কেটে সংরক্ষিত বক্সে ফেলুন অথবা # বইমেলায় ১৯২ নং স্টলের সামনে রাখা বক্সে ফেলুন অথবা # যারা ব্যাংকে জমা প্রদানে আগ্রহী তারা অগ্রনী ব্যাংকের ঠিকানায় পাঠিয়ে দিন অথবা # অন লাইন সুবিধা সম্পন্য ডাচ-বাংলা ব্যাংকের যে কোন শাখায় এই এ্যাকাউন্টে জমা দিন. এ্যাকাউন্টঃ মনজুরুল হক এ্যাকাউন্ট নং 105 - 101- 4040 :: অথবা :: হিসাবঃ ইয়াসমিন Yeasmin সঞ্চয়ী হিসাব নং ২৯৩৪৫৪২ savings A/C No.2934542 অগ্রণী ব্যাংক লিমিটেড Agrani Bank Limited আগামসি লেন শাখা Agamosi lane Branch ঢাকা। Dhaka উপমার মাকে এই ফোন এ পাওয়া যাবেঃ ০১৯২৩৭৯১০৪৮ যারা ওয়েস্টার্ন ইউনিয়নে অথবা মানিগ্রাম করে টাকা পাঠাতে চান তাদের জন্য: MONJURUL HAQUE S/O. LATE MD. ENAMUL HAQUE আপনার পাঠানো টাকা লেভী কাটার পর যা পাওয়া যাবে সেই ফিগারটা ব্লগে(পোস্টে) আপডেট হিসেবে জানিয়ে দেয়া হবে এই পোস্টে। মূল পোস্ট: মনজুরুল হক - জীবন আর মৃত্যুর মাঝখানে একাকী দাঁড়িয়ে মেয়েটি-উপমা! মাগো আর একটু সময় দে...... আরো কিছু ক্যাম্পেইন: মাহমুদুল হাসান রুবেল গণস্বাক্ষর ও উপমা অরণ্য আনাম - উপমা-র জন্য অর্থ সাহায্য সংগ্রহ ও গণস্বাক্ষর কর্মসূচি বিশেষ সতর্কতা :: ছাগু এবং জামাত মনষ্ক ব্যাক্তিরা আড্ডাস্থল পরিহার করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.