আমাদের কথা খুঁজে নিন

   

‘সিরিয়াল কিলার’ রসু খাঁ খালাস

চাঁদপুরের ফরিদগঞ্জের চাঞ্চল্যকর পপি হত্যা মামলায় কথিত সেই ‘সিরিয়াল কিলার’ রসু খাঁ’কে খালাস দিয়েছে আদালত। গতকাল রবিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় রসু খাঁ’কে আদালতে হাজির করা হয়। আদালতের বিশেষ পিপি মোহাম্মদ আইয়ুব বলেন, মামলার তদন্তে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করার মতো উপাদান আনতে পারেননি তদন্ত কর্মকর্তা। এ কারণে আসামি খালাস পেয়েছেন।

তিনি জানান, বিচারক ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিয়েছেন। এদিকে, গতকাল সাংবাদিকদের আদালত কক্ষ থেকে বের করে দেন বিচারক রবিউল হাসান। তিনি উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে অনুমতি নিয়ে আদালতে প্রবেশের অনুরোধ জানান সাংবাদিকদের। এছাড়া দুপুরে আদালত থেকে বের করে কোর্ট হাজতে নেয়ার সময় ফটো সাংবাদিকরা ছবি তুলতে গেলে রসু খাঁ তাদের ওপর চড়াও হবার চেষ্টা করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। উল্লেখ্য, চাঁদপুরের ফরিদগঞ্জে ২০০৯ সালের ২০ জুলাই পপি নামে এক মহিলাকে হত্যা করা হয়।

একই বছরের ২২ জুলাই পপির লাশ উদ্ধার করে পুলিশ। যুক্তিতর্ক-শুনানির পর্যায়ে থাকাকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী গত ৯ আগস্ট মামলাটি অধিকতর তদন্তের আবেদন জানান। ১৬ আগস্ট এ আবেদন নাকচ করে দেন বিচারক। একইদিন রাষ্ট্রপক্ষ চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে রসু খা’র বিরুদ্ধে বিচারাধীন আরও তিনটি হত্যা মামলা অতিকতর তদন্তের আবেদন করেছে। আগামী ২৩ অগাস্ট এর শুনানি হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.