আমাদের কথা খুঁজে নিন

   

"হিন্দি সিরিয়াল"

আজকাল ঘরে ঘরে, চলিতেছে টিভি। আন্টিরা হিন্দিতে, বলিতেছে সবই। ঘরের কাজের মেয়ে, হিন্দিতে বলে। ছোট ছোট পোলাপান, তাই শিখে চলে। রান্না ঘরেতে তাই, পুড়ে যায় রান্না।

আন্টির হুশ নাই, করিতেছে কান্না। সিরিয়ালে নায়িকার, চলিতেছে বিরহ। শ্বাশুড়ির গুটি বাজি, পরিবারে কলহ। মেঝ ছেলে চিল্লায়, ভাত দাও টেবিলে। মা বলে পরে খা, সিরিয়াল শেষ হলে।

ছোট ছেলে কোলে আছে, দুধ খাবে কান্না। মা বলে বিলকিছ, ওকে গিয়ে ধর না। বিলকিছ ফিডারের, ঢাকনাটা খুলে। বাবুনির পাছুয়া, দুধ খেলো ভুলে। সিরিয়াল দিয়ে যায়, ভুল ভাল শিক্ষা।

সংসারে গুটি বাজি, ঝগড়ার দীক্ষা। তোমাদের মেয়ে টা, প্রেম করে লুকিয়ে। ছেলেটাকি ড্রাগ নেয়, যায় কেনো শুকিয়ে? বদলায় পোলাপান, চাল আর চলনে। বাংলায় হিন্দি, গুলে দেয় বলনে। আধুনিকতার নামে, বেহায়া সাজগোজ।

পোলারাও সুযোগে, মেয়ে ধরে খায় রোজ। যে মেয়ের সবই গেলো, কারোনা কারো বোন। আজ হয়তো আর কারো, কালতো তোমার জন। আধুনিকতার নামে, এই যদি চলে। চাইনাতো যেতে আমি, তোমাদের দলে।

মা মোর মা থাক, চাইনাসে হোক মম। সাবধান হও দাদা, সিরিয়াল মহা যম। পরিচালকের দল, লেঞ্জা নাড়ায়। টাইনা কাহিনী টারে, লম্বা বানায়। ধৈর্যের পরীক্ষায়, সব খায় বাশ।

দিনের কাহিনী গড়ায়, সপ্তাহ মাস। সব গুলা সিরিয়াল, শুরু আছে শেষ নাই। আন্টিরা উন্মাদ, শেষ টাই দেখা চাই। বলছিনা এটা ভাই, টিভি তুমি দেখো না। শুধু বলি ফলো করে, তার মতো হয়ো না।

ভিন দেশি রীতি নীতি, কেন যাব পিছু। ঐতিহ্যেরর তাতে, হবে মাথা নিছু। সব টার সীমা আছে, মেনে বুঝে দেখ না। স্বদেশ আর স্ব-ভাষার, মান খানি রাখ না। সীমানার বাইরে, কোন কিছু ভালো নয়।

তাকেই তো নেশা বলে, ইতিহাস কথা কয়।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.