আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ালের সিরিয়াল

প্রতিটি জিনিসের ভিন্ন ভিন্ন সৌন্দর্য বোঝার ক্ষমতা মানুষের নেই , যদি কোনো মানুষের থেকে থাকে তবে সে মহামানব নয়ত মহাবেকুব ।

হিন্দি আর ভারতীয় বাংলা সিরিয়ালের লম্বা সিরিয়াল আর কচকচানি তে নিজ বাড়িতে নির্বাসিত পুরুষের ভূমিকা পালন করতে করতে আমি ক্লান্ত । সিরিয়াল আওয়ারে রিমোট হাতে পাওয়া আর এভারেস্টের মাথায় কেএফসির আউটলেট খোলার কথা চিন্তা করা একই বিষয় । বহু বাঁধা ডিঙিয়ে যদিও বা টিভির রুম পর্যন্ত পৌছানো যায় , রিমোট ছিনিয়ে আনতে গেলে আমাকে মিশন ইম্পসিবলের স্পেশাল ট্রেনিং নেওয়া লাগবে । আর ভুলবশত রিমোট ছুয়ে ফেললে নির্ঘাত ৩য় বিশ্বযুদ্ধ বেধে যাবে ।

বাহান্নর ভাষা আন্দোলনের মত দু একবার আন্দলনের চেষ্টা করেছিলাম । কিন্তু ফলাফল ঐ একই , 'বন্যেরা বনে , সুন্দর শিশুরা মাতৃকোড়ে । '

ভাগ্য ভালো সিরিয়াল গুলো মেগাসিরিয়াল(!) পর্যন্ত ই আছে । গিগাসিরিয়াল আর টেরাসিরিয়াল হলে কি যে অবস্থা হত খোদ পরিচালক ও মনে হয় জানেন না ।

একটা সময় আসবে , সিরিয়ালটা তখন বংশের রেওয়াজে পরিণত হবে ।

মেয়ে , তার মেয়ে , তার মেয়ের ছেলে , তার মেয়ের ছেলের নাতনী এভাবে চলতেই থাকবে । দেখা যাবে সময়টা তখন ৩০১০ সাল । একতা কাপুরের মেয়ের নাতনী সিরিয়ালের ডিরেক্টর যে সিরিয়াল কিনা তার নানীর আম্মা শুরু করেছিল । সিরিয়াল উপভোক্তা ও হবে এক পিচ্চি মেয়ে , যার আম্মুর দাদী এই সিরিয়াল দেখত , বংশ পরিক্রমায় এখন সে দেখতে বসেছে । সিরিয়ালের পারিবারিক ক্যাচাল তখন মিটে নাই ।

দাদা , পরদাদার প্রতিশোধ নিতে শত্রুর বাড়ির একমাত্র অতিমাত্রায় সুন্দরী মেয়ের জামাই হয়ে সে বাড়িতে ঢুকেছে নায়ক । . . . . . . . ব্লা . . . . . . . . . ব্লা . . . . . . . . . ব্লা . . . . . . . . . . . . ব্লা ।

তখন ১০০ পর্ব পূর্তি পালন না করে ১০০ বছর পূর্তি পালন করা হবে । ডিরেক্টরের বক্তব্য হবে , "হাটি হাটি পা পা করে আমরা ১০০ টি বছর পার করে ফেললাম । আমার নানীর আম্মা জীবিত থাকলে আজ অনেক খুশি হতেন ।

যুগ পাল্টেছে , পুরাতন মানুষ বদলেছে , টিভি ও পাল্টিয়েছেন , আগে এইচডি সিরিয়াল দেখতেন এখন থ্রিডি তে দেখেন , এ সবকিছু ভেবেই নিজেকে গর্বিত মনে হচ্ছে । আপনারা পাশে ছিলেন বলেই এতটা পথ আসতে পেরেছি । আপনারা সাথে থাকলে আমরা আরো ১০০ বছর আপনাদেরকে সিরিয়াল উপহার দিয়ে যেতে পারব বলে আশা করি । "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.