আজ সারাদিন আকাশের মন খারাপ সাথে আমারও ... বসে আছি জানালার পাশে । কোথাও যেতে পারছিনা, আজ হাসানের সাথে বাইরে যাবার কথা । বংগবাজার যাবো কয়টা টি শার্ট আর জিন্সের প্যান্ট কিনতে । সেখান থেকে চক বাজারে এক বন্ধুর বাসায় ইফতারের দাওয়াত। ও বলেছে আয় তোদের ওখানকার নাম করা ইফতার খাওয়াবো।
আমি তো শুনেই খুশী । কিন্ত হাসানের খুশী আরও বেশী কারন সেই বন্ধু মনিরের বোনকে সে খুব পছন্দ করে। কোনো একটা ছুতো নাতায় সেখানে যেতে পারলেই হলো।
ঝির ঝির বৃস্টির মধ্যে দেখা গেলো এক জোড়া শালিক বসে আছে পাশের বাসার কার্নিশের নীচে। একজন আরেকজনের গা খুটে দিচ্ছে কি যে ভালোলাগলো সে ভালোবাসার দৃশ্য।
মিতা তাকে ছেড়ে গেছে ছয়মাস হলো। সেদিন দেখি আরেকটি ছেলের সাথে রিকশা করে হুড উঠিয়ে যাচ্ছে। হাসতে হাসতে যেন গলে পড়ছে ছেলেটির গায়ে। ছেলেটা পেছন দিয়ে তাকে জড়িয়ে ধরে আছে। আস্তে করে চোখ সরিয়ে নিলাম।
দুপুর হতেই বৃস্টি শেষে রোদ উঠলো। হাসানের সাথে বংগবাজার গেলাম। বাবারে কি যে দাম জিনিসের। এক টাকার জিনিস দশ টাকা।
তারপর দু বন্ধু রিকশা নিয়ে চকবাজার রওনা হোলাম।
বিশ মিনিটের পথ দুই ঘন্টা লাগিয়ে গেলাম। এর চেয়ে বোধ হয় হেটে আসলেও
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।