আমাদের কথা খুঁজে নিন

   

কিছুক্ষণ গুড়গুড়িয়ে বৃষ্টি, বৃষ্টির সেরকশ টুপটাপ

বৃষ্টির সেরকশ টুপটাপ কিছুক্ষণ চুম্বন কিছুক্ষণ চুরমার করা খবর নিয়ে আসে বাতাস পর্দাটা একটু সরাতে হবে বোধয়, অন্ধকারেরা বাইরে ঠাণ্ডায় কাঁপছে, ভেতরে আসুক অন্ধকারের সুতো দিয়ে বোনা হবে আলতো কম্বল জোড়া জোড়া কষ্ট, জোড়া জোড়া বিরহের নীল চুমকি বসিয়ে নকশা করা যেতে পারে তাতে আর নাম? বিরহ বিলাস কম্বল মনে মন খসে যাওয়া বাঁশি ফুলগুলো প্রমাণস্বরূপ যাদের হাতে থাকবে, তারাই জড়াতে পারবে যন্ত্রণা বিলাস কম্বল জুতসই বিরহ সঙ্গীতের আয়োজন হবে ভাই? হারমোনিকা ভায়োলিন অথবা মোহন-বাঁশি? সুরে সুরে হাহাকার বেজে উঠবে দাদরা তালে মন্ত্রমুগ্ধ যাতনা সমাচার নিয়ে । কিছু রেগে-মেগে ওঠা গোখরা, ফুলে ফেঁপে উঠা স্তনে চুমুক মারবে মুল-মঞ্চে অন্ত-নীল নীল মেঘে যাবে ঢেকে ঢাকঢাক গুড়গুড়, কিছুক্ষণ গুড়গুড়িয়ে বৃষ্টি বৃষ্টির সেরকশ টুপটাপ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।