শিশুতোষ যে কোন রচনা। একদিন এক শিকারী বনের মধ্যে শিকার করতে গেল। তখন সে একটা জলপিপি পাখির দেখা পেল। জলপিপি শিকারীকে বললো, শোন! আমার বাচ্চাগুলোকে গুলি কোরোনা। শিকারী বললো, তোমার বাচ্চাদেরকে আমি চিনবো কিভাবে? তারা কেমন দেখতে?
জলপিপি বললো, ওহ! আমার বাচ্চারা পৃথিবীর সবচাইতে সুন্দর বাচ্চা।
ঠিক আছে, শিকারী বললো। আমি তাদেরকে গুলি করবোনা। তুমি ভয় পেয়ো না।
অবশেষে শিকার শেষে লোকটি যখন ফিরে এলো তার হাত ভর্তি অসংখ্য বাচ্চা জলপিপি। আর এগুলোকে সে গুলি করে মেরে ফেলেছে।
তাই দেখে জলপিপি পাখিটি বিলাপ করতে শুরু করলো, হায় হায়! তুমি আমার বাচ্চাগুলোকে মেরে ফেলেছ কেন? এটা তুমি কী করেছ?
শিকারী বললো, ওহ হো! এগুলো তোমার বাচ্চা? কিন্তু আমিতো বেছে বেছে সব কুৎসিত বাচ্চাগুলোকে গুলি করেছি!!!
জলপিপি বললো, তুমি কী জানো না যে সব মায়ের কাছেই তার বাচ্চারা পৃথিবীর সবচাইতে সুন্দর বাচ্চা।
গ্যাব্রিয়েল সুমন অনূদিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।