অ্যান্ডার্স ব্রেহরিং ব্রেভিকের কাছ থেকে পাওয়া এক নথি থেকে জানা গিয়েছে, ২০০২ সালের এপ্রিলে লন্ডনে ইসলাম-বিরোধী ব্রিটিশ চরমপন্থী সংগঠন ‘ইংলিশ ডিফেন্স লিগ’ (ইডিএল)-এর দুই নেতার সঙ্গে বৈঠকে বসেছিল সে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নরওয়ের সব থেকে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িয়ে গেল ব্রিটেনের নামও। ওই দুই ব্যক্তি তাকে ‘নিয়োগ’ করেছিল বলে ওই নথিতে জানিয়েছে ব্রেভিক। প্রাথমিক ভাবে ইডিএল-এর পক্ষ থেকে এই যোগাযোগের কথা অস্বীকার করা হয়েছিল। তবে আজ সংগঠনের তরফে ড্যারিল হবসন জানিয়েছেন, ব্রেভিক ইডিএল-এর সদস্যদের সঙ্গে দেখা করেছিল। গত কাল শুনানিতে ব্রেভিক জানিয়েছিল, তাদের সংগঠনের আরও হামলার পরিকল্পনা রয়েছে। ইডিএল-ই সেই সংগঠন কি না বা শুক্রবারের হত্যাকাণ্ডে তারা কোনও ভাবে যুক্ত ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।