আমাদের কথা খুঁজে নিন

   

সালিসে মারধর, মাদ্রাসাছাত্রীর আতহত্যা

আপন আলোয় উজ্জল............. মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ গ্রামে আয়োজিত এক সালিসে মারধরের অপমান সহ্য করতে না পেরে স্থানীয় মাদ্রাসার এক ছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। মেয়েটির নাম শিরিন আক্তার (১৫ত সে এওজ গ্রামের হাসেম শরিফের মেয়ে। বড়াইলবাড়ি দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী ছিল শিরিন আক্তার। শিরিনের ভাই মুর্তজা শরীফসহ স্বজনেরা বলেন, গত বৃহস্পতিবার শিরিন আক্তারের একটি ছাগল তার প্রতিবেশী শাহ আলম হাওলাদারের আমগাছের পাতা খেয়ে ফেলে।

এ জন্য শাহ আলম হাওলাদার শিরীন আক্তারকে লাঠি দিয়ে কয়েকবার পায়ে আঘাত করে। এ নিয়ে গতকাল শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মহসিন বেপারীর নেতৃত্বে আক্কাস বেপারী, আক্কাস চৌকিদার, রশিদ আকনসহ ১০-১২ জন গ্রাম্য মাতবর সালিসে বসেন। সালিসে শিরিনকে দোষী সাব্যস্ত করে শাহ আলমের পায়ে ধরে ক্ষমা চাইতে বলা হয়। শিরিন প্রতিবাদ করলে সালিসকারীরা তাকে চর-থাপ্পড় মারেন। এর পর শিরিন বাড়িতে এসে ওই রাতেই আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

সালিসকারী মহসীন বেপারী বলেন, ‘আমরা সালিস করেছি। কিন্তু সালিসে শিরিনের গায়ে হাত তুলিনি। ’ মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। আজ শনিবার সকালে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ ব্যাপারে আপাতত মাদারীপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।