গীত, বাদ্য এবং নৃত্যের একত্রিত সমাবেশকে আমরা সংগীত বলতে পারি। সংগীত এবং গান এর মধ্যে একটু পার্থক্য আছে। সংগীত কথাটি কবিগুরু এবং কাজী সাহেবের রচিত গান গুলোতেই বেশি ব্যবহৃত হয়। যেমন আমরা বলি রবীন্দ্রসংগীত কিন্তু আমরা বলিনা রবীন্দ্র গান। তেমনি আমরা বলি নজরুল বেড়াতে কেনা ভালোবাসে।
এবার ঈদের ছুটিতে অনেকেই দেশে যাবে। সেই সাথে কেউ কেউ কোন নতূন জায়গায় বেড়াতে যাবার প্লান করছেন। দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। এই সিলেটেই আছে অনেক বেড়াবার জায়গা। আজ আমি তেমনি একটি স্থান মাধবকুণ্ড সম্পর্কে কিছু বলার চেষ্টা করব।
মাধবকুণ্ড সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত। এই মাধবকুণ্ডই বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত অবস্থিত। মাধবকুণ্ড মুলত হিন্দু ধর্মের একটি তীর্থ স্থান বলা যেতে পারে। যেখানে মাধবেশ্বর বা শিব এর মন্দির আছে। বহু যুগ যুগ কাল ধরে এই স্থানে পাহাড়ের অনেক উচুথেকে প্রচণ্ড বেগে জলধারা প্রবাহিত হচ্ছে।
এখানে আসলে প্রথমে আপনি দেখতে পাবেন মালিয়াতননগর চা বাগান। নয়নাভিরাম এসব দৃশ্য দেখতে এবং ক্যামেরা বন্দি করতে একদম ভুলবেন না যেন।
আর একটা কথা ফেরার পথে ৭ রং এর চা এর স্বাদ গ্রহণ করতে একদম ভুলবেন না যেন। হ্যা আর শুধু মাত্র শ্রীমঙ্গল নয়। এখন এই মাধবকুণ্ডতেই পাওয়া যাচ্ছে সেভেন কালার বা সাত রং এর চা।
দামটা হয়ত একটু বেশী, তাতে কি সমস্যা নতুন জিনিষের স্বাদ নিতে একটু দামতো দিতেই হবে।
এখানে সাত কালার চা আপনি ৭০টাকা ৫ কালার চা ৫০টাকায় পাবেন।
একটা গ্লাসে পরতে পরতে দেখতে পাবেন সাতটা কালার কি অদ্ভুদভাবে বানানো হয়েছে। প্রথম চুমুকে হয়ত তেমন একটা ভালো নাও লাগতে পারে। এর পর আবার চুমুক দিন দেখবেন আর একটু ভালো লাগছে।
এরপর আর এক চুমুক দিন দেখবেন আরও একটু ভালো লাগছে। এভাবে চায়ের গ্লাসের যত নীচের দিকে যাবেন ততই মজা পাবেন। কি বিশ্বাস হচ্ছে না। নি্জেই পরখ করে দেখুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।