মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! কৌতুক ৯: প্রশ্নের চাপ
ছোট ছোট দুটি ছেলেকে নিয়ে ট্রেনে উঠেছেন এক ভদ্রলোক। একটির বয়স ৫ আরেকটির বয়স ৭। ভদ্রলোক ট্রেনের একটি বার্থে গিয়ে বসলেন। শিশু দুটি অবিরাম প্রশ্ন করে চলছে, এটা কি? ওটা কি? এমন কেনো? তেমন কেনো? প্রশ্নের চাপে বিরক্ত বাবা একটু পর পর বলছেন, "চুপ কর"। বড় ছেলেটি আবার পাল্টা বলছে, "কেনো চুপ করব?" তার দেখাদেখি ছোটটিও বলছে, "কেনো চুপ করব?" একই বার্থে বসে ছিল এক যুবক।
সে বলল, "আংকেল, বাচ্চাদেরকে এভাবে ধমক দিয়ে থামিয়ে দিতে হয়না, ওরা তো প্রশ্ন করবেই, ধৈর্য ধরে ওদের প্রশ্নের জবাব দিতে হবে"। ভদ্রলোক বল্লেন, "তা ঠিকআছে, আপনিই ধৈর্য ধরে ওদের প্রশ্নের জবাব দিন"। "আচ্ছা", হাসিমুখে বলল যুবকটি। এরপর আগ্রহ নিয়ে শিশু দুটির নানা প্রশ্নের জবাব দিতে লাগলো। আশ্বস্ত হলেন ভদ্রলোক, বেশ ভালো লোকই পাওয়া গেছে।
যাক বাচ্চাদুটি ঐ যুবকের সাথে মশগুল থাকুক, আমি এই ফাকে একটু ঘুমিয়ে নেই, ভাবলেন তিনি। ঘুম থেকে উঠে তিনি দেখলেন, ছোট ছেলেটি চুপচাপ, বসে আছে, এবং যুবকটি আর বড় ছেলেটি নেই। এরপর যা শুনলেন তাতে তার আক্কেল গুড়ুম! ছোট ছেলেটি বলল, ভদ্রলোক যখন ঘুমুচ্ছিলেন, শিশু দুটি তখন অবিরাম প্রশ্ন করে চলছিল যুবকটিকে। যুবকটি প্রথমে আগ্রহ নিয়ে সব প্রশ্নের জবাব দিলেও, পরে ভীষণ অস্থির হয়ে পড়ে। পরিশেষে ওরা প্রশ্ন করে, উড়োজাহাজ যখন আকাশে ওড়ে তখন ডিম পাড়ে কোথায়? আর রেলগাড়ির মা কোথায় থাকে? এই প্রশ্ন শোনার পর, দাড়িয়ে থাকা একটি স্টেশনে যুবকটি লাফ দিয়ে নেমে যায়, আর বড় ভাইয়া তাকে খুজতে গিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।