আমাদের কথা খুঁজে নিন

   

গারো পাহাড় বিভ্রাট

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় জৈনেক শিক্ষক গারো পাহাড়ে সস্ত্রীক বেড়াবার ইচ্ছা নিয়ে একদিন আমাকে এভাবে জিজ্ঞাস করেছিলেন-‘তোমাদের গারো পাহাড়ে তো অনেক গারো, পাহাড় আর পাহাড়ী ঝর্ণা আছে তাই না ? আমাকে এ বিষয়ে কোন তথ্য দিতে পারবে ?’ গারোদের পাহাড় আর ঝর্ণা দেখার জন্য স্যারের ইচ্ছার কথা জেনে খুশি হলাম । যেহেতু আমি নিজেও একজন গারো সম্প্রদায়ভুক্ত মানুষ ছিলাম । কিন্তু বেড়াতে গিয়ে স্যার যাতে হতাশ না হোন তার জন্য বললাম- ‘স্যার ময়মনসিংহে তো কোন গারো পাহাড় নেই । এই জেলার সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট আর ধোবাউড়াতে কোন পাহাড়ই পড়েনি । যা আছে সব ওপারে-মেঘালয়ে ।

ধোবাউড়া উপজেলার সীমন্তবর্তী অঞ্চলে দু-একটা টিলা আছে বটে, কিন্তু কোন পাহাড় নেই । ’ আরো একটু যোগ দিয়ে বললাম-‘প্রাথমিক-মাধ্যমিক পাঠ্যপুস্তক সমূহে, সমাজবিজ্ঞান বা ভূগোলে ময়মনসিংহের গারো পাহাড় বলে দেশের যে বৃহত্তম পাহাড়ের কথা উল্লেখ করা আছে, তা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয় । ’ আমার এ কথা শুণে স্যার আমার বাস্তব অভিজ্ঞতাকেই কটাক্ষ করলেন । বললেন-‘তোমার নিজের এলাকা সম্পর্কে বোধয় তোমার একটু ধারণা কম । ’ স্যারের এ কথা বলার পর তর্কে অবতীর্ণ না হয়ে বললাম-‘বেশি দূরের পথ তো নয় স্যার, আমাদের এই ক্যাম্পাস থেকে মাত্র এক ঘন্টার রাস্তা, স্বচক্ষে দেখলেই বুঝবেন ।

’ বললাম-‘বাজারে প্রাপ্ত সাধারণ জ্ঞানের বই, বিসিএস গাইডগুলোতে কিংবা বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় এই ভুল তথ্যটিকেই বারবার সত্য বলে উপস্থাপন করা হচ্ছে । ’ শেষে আমার কথা স্যার মেনে নিলেন। দেশের বৃহত্তম পাহাড় ময়মনসিংহের ‘গারো পাহাড়’ এই বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি একটু খেয়াল করবেন ? হিমেল রিছিল শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.