আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাকারগ্রুপ অ্যাননিমাস (Anonymous) কর্তৃক হ্যাকিং এর কবলে পড়তে পারে ফেসবুক… আপনার একাউন্টের ব্যাকআপ নিয়ে রাখুন এখনি…

হ্যাকারগ্রুপ অ্যাননিমাস ঘোষণা করেছে নভেম্বার ৫, ২০১১ হবে ফেসবুকের ক্রান্তিকাল। সম্প্রতি হ্যাকারগ্রুপ একটি ভিডিও মেসেজের মাধ্যমে এমন তথ্য জানিয়েছে। তবে অ্যাননিমাসকে সাদামাটা হ্যাকারগ্রুপ ভাবার কোন কারণই নেই। তারা ইতিমধ্যেই একবার ফেসবুক হ্যাক করার ক্ষমতা প্রদর্শন করিয়েছে, যদিও তা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। তাছাড়া এই হ্যাকারগ্রুপ ভিসা, পেপাল, মাস্টারকার্ডের মত নামীদামী ওয়েবসাইটও ইতিপূর্বে হ্যাক করেছে বেশ কিছুদিন আগে উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ ফেসবুককে সবচেয়ে আকর্ষণিয় স্পাই ম্যাশিন বলে ঘোষণা করেন।

তারই পরিপ্রেক্ষিতে নিজেদের ইথিকাল হ্যাকারগ্রুপ বলে দাবী করা অ্যাননিমাস ফেসবুক হ্যাক করার পরিকল্পনা করে। অ্যাননিমাস এর ভিডিও মেসেজ থেকে তাদেরকে বেশ কনফিডেন্ট মনে হচ্ছে। তারা অনেকাংশেই সিউর যে তারা ফেসবুক হ্যাক করতে পারবে। তাই আগে থেকেই সাবধান থাকা ভালো। ফেসবুক হ্যাক হলে আপনার একাউন্টের নানা তথ্য হারিয়ে যেতে পারে, মুছে যেতে পারে অথবা তথ্যের পরিবর্তনও হতে পারে।

এমন অবস্থায় আমাদের ফেসবুক একাউন্টটাকে ব্যাক আপ করে রাখাটাই বুদ্ধিমানের কাজ। তো চলুন দেখে নেই কিভাবে আপনার ফেসবুক একাউন্টের সকল ইনফরমেশন ব্যাকআপ করবেনঃ প্রথম ধাপঃ আপনার একাউন্টে লগ-ইন করুন। দ্বিতীয় ধাপঃ হোম পেজের উপরে ডান দিকে থাকা "Account" ড্রপ-ডাউন মেন্যুতে ক্লিক করুন। সেখান থেকে "Account Settings" এ ক্লিক করুন অনেকটা নিচের মত। তৃতীয় ধাপঃ একাউন্ট সেটিংস ওপেন হলে ইনফরমেশনগুলোর নিচে থাকা "Download A Copy" লেখাতে ক্লিক করুন।

চতুর্থ ধাপঃ ব্যাকআপ হতে কিছুটা সময় নিবে। কয়েকঘণ্টার মধ্যেই ফেসবুক আর্কাইভ আকারে আপনার ব্যাকআপ ডাটা হয়ে যাওয়ার একটা কনফার্মেশন ইমেইল পাঠাবে। পঞ্চম ধাপঃ ইমেইল পেয়ে গেলে দ্বিতীয় ও তৃতীয় ধাপ আবার অনুসরণ করুন। এরপর আপনাকে নিচের ছবির মত একটি পেজ এ নিয়ে যাওয়া হবে। এবার আপনার পাসওয়ার্ড রি-ইন্টার করে একাউন্ট ব্যাকআপ করে নিতে পারবেন।

মূল লেখা এখানে.. http://techtunes.com.bd/hacking/tune-id/82289/ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।