পৃথিবীর প্রতিটি মানুষ একা, একাই পথ চলতে হয়। বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দল গুলো অনেক টা গল্পের বাঘ আর কুমিরের মত । ৫ বছর আতঙ্কে স্থলে থাকার পর বাঘের হাত থেকে মুক্তি পেতে জলে নামলো আর শুরু হয়ে গেল কুমিরের অত্যাচার । কোন মতে নিজেকে রক্ষা করে শুরু হয় অপেক্ষার পালা কখন ৫ বছর শেষ হবে আর কুমিরের অত্যাচার থেকে মুক্তি পেয়ে স্থলে আশ্রয় নিবো ।
বাংলাদেশের নির্বাচনে রাজনৈতিক দল গুলো পজিটিভ ভোট পাবার পাশাপাশি নেগিটিভ ভোট পেয়ে নির্বাচনে জয়যুক্ত হয় ।
অনেক টা চক্রের মত , ৫ বছর হাম্বালীগ তার পরের ৫ বছর বি এন পি !!
২ প্রধান রাজনৈতিক দল যেন বাংলাদেশ কে ইজারা নেয় । আখের রস বের করার মত জনগন কে পিষতে থাকে আর রস টুকু নিজেরা কুক্ষিগত করে । ৫ বছর পর দেশের সরকার পরিবর্তন হয় ঠিকই কিন্তু জনগনের ভাগ্য একই স্থানে আটকে থাকে ।
নিজেদের ছেলে মেয়ে কে দেশের বাহিরে উচ্চ শিক্ষিত করার লক্ষ্যে বিদেশে পাঠায় আর অন্যের ছেলে-মেয়ে কে পাঠায় রাজপথে । অন্যের ছেলে-মেয়ে মরলে মরুক তাতে তাদের ক্ষতি কি ?
আসলে বাংলাদেশ কে একটি চক্রের মাঝে বন্দী করার পিছনে আমরাই সবচেয়ে বেশী দায়ী ।
সারা বছর নেতাদের গালিগালাজ করি আর নির্বাচনের সময় তাদের মিষ্টি কথায় ভুলে যাই । আর যারা সচেতন , তাদের মাঝে বেশীর ভাগ বিক্রি হয়ে যায় রাজনীতির কালো টাকায় । ছলে বলে কৌশলে এই রাজনীতিবিদরাই আবার বসে ক্ষমতার আসনে আর আমরা শুরু করি গালাগালি ।
শাহবাগের গনজাগরন নিয়ে অনেক আশাবাদী ছিলাম। ভেবেছিলাম হয়তো ২ পরিবারের হাত থেকে মুক্তি পাবে বাংলাদেশের সাধারন মানুষ কিন্তু আমাদের সবার আশায় ছাই ঢেলে সরকারের কাছে বিক্রি হয়ে গেলেন তথাকথিত নেতারা ।
সেই সাথে নিভে গেল দিন বদলের আশা আকাঙ্ক্ষা । নেতারা এমপি হবার বাসনায় দেশ কে বিক্রি করে দিলেন অথচ আপনারাই ধরতে পারতেন দেশের হাল । হতে পারতেন বর্তমান সময়ের আরেক শেখ মজিবুর রহমান !!
বাংলার মাটিকে মুক্ত করতে পারতেন ২ পরিবারের হাত থেকে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।