***** কেউ আশাবহনকারী হতে পারলে ভালো, আর না-পারলেও ঐ ব্যক্তির লজ্জার কিছু নেই, উত্তরণের পথে তার জন্য নীরবতা পালনই কর্তব্য। যে পারে না, তার বকবকানি কেউ সহ্য করে না। আমরা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে আমাদের চাওয়ার প্রতিফলন ঘটিয়ে নিতে পারিনি জন্যেই নতুন প্রজন্মকে যদি বলি ‘তোমরাও পারবে না’ --তবে, হতাশাক্রান্ত মুখগুলোকে যেকোনো সময়ে আমাদের সম্মানার্থেই ওরা সেলাই করে দিতে পারে। তাই, আত্মমর্যাদা রক্ষার স্বার্থেই আগেভাগে সতর্কতাস্বরূপ নীরবতা পালনও হতে পারে কারো কারো জন্যে আত্মরক্ষার নিরাপদ মাধ্যম। আজ বেশিরভাগ প্রচারমাধ্যম হতাশাবাহী প্রাণিগুলোর দখলে থাকার ফলে আমরা জগতের বর্তমান দশা উপভোগ করে যেতে বাধ্য হচ্ছি জন্যেই আগামী প্রজন্মকেও এমন দশা নীরবে মেনে নিতে হবে, কিম্বা আগামীটা আজকের মতোই থাকবে, --এমন নিশ্চয়তা নিত্য পরিবর্তনশীলতার জগতে কেউ-ই দিতে পারে না। আর ঐ অনিশ্চয়তাটুকুই সকলের আশাবাদী হয়ে ওঠার জন্য যথেষ্ট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।