অনুবাদ করতে ভালবাসী ।তবে অনুবাদে ভাত আছে বলে মনে হয় না। facebook ও Mail এ আমি ঃ-sampad1987@yahoo.com 1. প্রজাপতির নাম লাল চিতা........... ২. সবুজ গোবরে বা গান্ধী পোকা......... ৩. সাজনা (সজনে ডগা) পাতায় কালো ফরিং......... ৪. সবুজের ভিড়ে সবুজের বাসিন্দা......... ৫. সবুজ ছায়ায় ধূসর মথ............ ৬. রেললাইনের পাশে পাওয়া অবহেলিত সৌন্দর্য......... ৭. মন ভাল করে দেওয়া অসম্ভব সুন্দর একটি ফুল। যদিও নাম জানিনা......... ৮. সুদ্ধ নাম জানিনা তবে ছোটবেলায় একে সিপটিক গাছের ফল বলতাম............ ৯. ফুলের নাম ব্লিডিং হার্ট মানে যে হৃদয় থেকে রক্ত প্রবাহ হচ্ছে... ১০. এই ফুলের নাম নাকি ঝুমকা............ ১১. ঊলটকমল ফুল! মন ভালো করে দেয়ার জন্য এই একটি ফুলই যথেষ্ট, কি বলেন.........!!!!!!! আল্লাহ যে কত সুন্দর ভাবে আমাদের আমাদের প্রকৃতিকে সাজিয়েছেন তা চারিদিকে একটু চোখ মেলে তাকালেই দেখা যায়......... উপরের ছবিগুলো দেখুন, বেসির ভাগের সাথেই আমাদের পরিচয় আছে। কিন্তু কখনো কি চোখ মেলে পরম মমতায় তাদের দিকে তাকিয়েছি? (((((পার্ট ১))))))
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।