আমাদের কথা খুঁজে নিন

   

আসুন জেনে নিই, একটি ব্রেকআপ আপনার কী কী উপকার করতে পারে। (আপু ও বাচ্চাদের প্রবেশ নিষেধ)।

ক্ষেতা পুড়ি তোর ভালবাসার- ফিরিয়ে দে আগের সহজ জীবন আমার। । ব্রেকআপের পরে সবাই-ই কম-বেশি মুষড়ে পড়েন । ভাবেন আমার কত বড় ক্ষতিই না বা হয়ে গেল। অনেকের আবার মনে হয় এই জীবন রাখাটাই বৃথা।

কিন্তু ভাইজানরা ব্রেকআপের কিছু উপকারী দিক আছে। তা যদি জানা থাকে তবে নিজেকে প্রবোধ দেয়া অনেক সহজ হয়। এতে করে ব্রেকআপের কষ্ট থেকে সহজেই পরিত্রান লাভ করা যায়। অনেকে এই সময় সিগারেটে-নেশায় জীবনকে শপে দেন, কেউ কেউ আরো বিপদজনক কিছু করে ফেলতে পারেন। এতে করে আপনার পারিবারিক, সামাজিক সকল জীবনই প্রভাবিত হতে পারে গভীরভাবে।

পরবর্তীতে এসব ব্যাপারকে আপনার কাছে পাগলামি বলে মনে হতে পারে – যদি আপনি বেচে থাকেন। তবে চলেন বার্নি ব্রাদারা জেনে নিই ব্রেকআপের উপকারি দিকসমুহ আর এনজয় করি আমাদের ব্রেকআপকে। উপকার নাম্বার-১ঃ সব কিছুর আগে ব্রেকআপ আপনার স্বাস্থ্যের যত্ন নিবে। কারণ ব্রেকআপের প্রথম ঘটনাই হচ্ছে আপনার মোবাইলে কথা বলা কমে যাবে। এতে করে -আপনার কানের উপকার হবে।

আপনি বেচে যাবেন মারাত্তক রেডিও-এক্টিভিটির ঝুকি থেকে। যা থেকে আপনার ব্রেন ক্যান্সারও হতে পারে। আপনার রাত জেগে কথা বলতে হবে না, এতে ঘুম ভালো হবে। আপানার মেজাজ ঠান্ডা থাকবে। অফিসে/বাসায়/ক্লাশের সবাই আপনার সাথে কথা বলে কম্ফোর্ট ফিল করবে।

উপকার নাম্বার-২ঃ এটি আপনার টাকা সাশ্রয় করবে। আপনাকে প্রতিদিন মোবাইলে লোড দিতে হবে না। তাকে নিয়ে ঘুরতে যেতে হবে না, শপিং করতে হবে না আবার নিজের জন্য প্রতিদিন নিত্য নতুন ড্রেসের কথাও চিন্তা করতে হবে না। এতে আপনার টাকা বাচবে। আর এই টাকা থেকে কয়েকটা টাকা গরিব দুখিকে দানও করতে পারেন।

এতে করে স্বর্গে যাবার রাস্তা ক্লিয়ার হতে পারে। কিন্তু এই টাকা বাঁচিয়ে আপনি যে বিল গেটস হতে পারবেন না, এই নিশ্চয়তা লেখক দিতে রাজি আছে। উপকার নাম্বার-৩ঃ এটি আপনাকে স্বাধীনতা দিবে এবং আরো বেশি ন্যাচারাল বানাবে। আপনার নিজের উপর নিজের কন্ট্রোল বাড়াবে। কারো কথা মত আপনাকে মাঞ্জা মারতে হবে না।

যখন ইচ্ছে শেভ করবেন, না ইচ্ছে হলে করবেন না। যখন খুশি ঘুমাবেন, যখন খুশি ঘুম থেকে উঠবেন। আপনাকে আপনার চেহেরা, চুল, ত্বক নিয়ে ঘষা-মাজা করতে হবে না। আপনি যা, তাই থাকতে পারবেন। উপকার নাম্বার-৪ঃএটি আপনাকে দ্বিতীয় সামরিক শাসন (পড়ুন দ্বিতীয় আম্মা)থেকে মুক্তি দেয়।

প্রেমিকা থাকা মানে আপনে টাকা দিয়ে ঝাড়ি শুনবেন। ফোনে ঝাড়ি দিবে, দেখা হলে ঝাড়ি দিবে। এটা করলে কেন, ওটা করলে কেন। এর সাথে গেলে কেন। ওর সাথে গেলে না কেন??? ব্লা ব্লা ব্লা..............।

উপকার নাম্বার-৫ঃএটি আপনাকে সামাজিক বানাবে। আপনি বন্ধুদের সাথে আগের চেয়ে বেশি সময় দিতে পারবেন কারন এখন আপনার হাতে আছে পর্যাপ্ত সময়। আপনি কাজিন, পাড়াত, জুনিয়র যেকোন বোনের উপকারে আস্তে পারবেন। এ নিয়ে সন্দেহ করার বা ঝাড়ি মারার কেঊ থাকবে না। আপনি ফেইসবুকে যে কারো ফটুকে।

স্ট্যাটাসে লাইক কমেন্ট করতে পারবেন। উপকার নাম্বার-৬ঃসর্বোপরি এটি আপনাকে হিট ব্লগার বানাবে। রাত এগারটার মধ্যে ঘুমিয়ে যাবে আবার সাতটার মধ্যে ঊঠে যাবে এমন কথা কেউ আপনাকে বল্বেনা। কিংবা বলবে না, নো ব্লগ লেখালেখি। ব্লগ লেখে নাস্তিকেরা অথবা ব্লগ লেখলে জেলে যাবে।

আপনি পর্যাপ্ত সময় পাবেন ব্লগে দেয়ার। এই সময় লেখা আপনার কবিতা-গল্প অনেকে হিট নিয়ে আসতে পারে আপনার জন্য। সো এনজয় ইউর ব্রেকআপ কিডস। আপুরা মাইন্ড কইরেননা, পড়ের পর্বে আপ্নাদেরটা নিয়ে লিখব। আমাকে নারী-বিদ্ধেষি ভাবার কোন কারণ নেই।

ஜஜஜআপডেট করার ইচ্ছে রাখি। কমেন্টে কেউ ভালো দিক বললে নাম সহ আপডেট করা হবে। ஜஜஜএত্ত এত্ত উপকার পড়ে যদি কারো ব্রেকআপ করার ইচ্ছে হয় তবে নিজ দায়িত্বে করবেন। পোষ্টদাতাকে এ কারনে পরে দায়ী করা যাবে না। ஜஜஜউত্সর্গঃ হুমায়ুন আহমেদ স্যারকে- আজ তার প্রথম মৃত্যু বার্ষিকী।

তার উপর শান্তি বর্ষিত হউক। ஜஜஜসকল ছবি নেট থেকে সংগ্রহ করা। অ.ট. পোষ্টদাতা একজন আদর্শ, বিশ্বস্থ এবং সুখী প্রেমিক। ### ফেইসবুকে আমি: ███████████████████████████████░░░▒▒▒▓▓▓একজন ঘুনপোকা রিটার্ন▓▓▓▒▒▒░░░███████████████████████████████  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.