আমাদের কথা খুঁজে নিন

   

ক্বওমী মাদরাসায় পড়াশোনা করে সমাজে অবহেলিত হয়ে মানবেতর জীবন যাপন করছি। ভাবছি ধর্ম নিয়েই একটা ব্যবসা শুরু করব

প্রথমত আমি খুবই বন্ধুত্বপূর্ণ। ওয়েব ডিজাইনের পাশাপাশি টু্রিজমের উপর কাজ করার ইচ্ছা আছে আমার। এ ব্যাপারে কেউ সাহায্য করলে চির কৃতার্থ থাকব। http://www.facebook.com/saintmartinbangladesh এ কথাটুকু তো বাস্তব যে, ক্বওমী মাদরাসায় তারাই পড়াশোনা করে যাদের অধিকাংশ গরীব, ইয়াতীম, মিসকীন, রিক্সাওয়ালা দিনমজুরের ছেলে, এ সকল নিম্ন শ্রেণীর পরিবার থেকে উঠে আসা ছেলেরা যখন ইমাম সাহেব হবে তখন আপনি তার থেকে কী আশা করবেন? বিজ্ঞান সম্পর্কে অগাধ জ্ঞান? অলংকারপূর্ণ বক্তৃতা? একবার এক ধনী লোককে বলেছিলাম, আপনার ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে। ঐ ১৪০০ বছর আগের এক গ্রন্থ পড়িয়ে তাকে কেন তাকে ধর্মান্ধ করে তুলবেন? মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খেয়ে ঘুরবে, লোকে মোল্লা বলে ডাকবে? সে হবে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, মৎসজীবী, একজন বিজ্ঞানী, কোন ভার্সিটির লেকচারার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আরও অনেক কিছু, পায়ে সাগ বুসীদা মাজনু গুফতে মারদাম ইচে বুদ, গুফতে মাজনু সাগে ই গাহে গাহে কুহে লায়লা রাফতা বুদ মজনু এক কুকুরের পায়ে চুমু খাচ্ছিল, মানুষেরা বলল ছি: ছি: তুমি একি করছ? কুকুরের পায়ে চুমু খাচ্ছ কেন? মজনু বলল: এই কুকুর ঐ গলি দিয়ে হেটে যায় যে গলি দিয়ে লাইলী হেটে যায়, লাইলীর পায়ে যে ধুলা লেগেছে সেই ধুলাই এখন এই কুকুরের পায়ে আছে।

তো মজনু লাইলীকে এমনভাবে ভালোবাসত যে সমাজের প্রতি তার কোন পরোয়া ছিল না আর আমরাও আল্লাহ ও তার দীনকে এমনভাবে ভালোবাসি যে সমাজের প্রতি কোন পরোয়া করি না। লোকে বলুন ধর্মান্ধ!! কী বা আসে যায়!!!!! ওয়াতান সে হাম কিয়া কারে হাম মাদরাসা হে ওয়াতান আপনা মারেঙ্গে হাম কিতাবু পর ওয়ারাক হোগা কাফন আপনা ঘর বাড়ি দিয়ে আমি কী করব? মাদরাসাই আমার ঘরবাড়ি, কিতাবের উপর মারা যাব আর কিতাবের পৃষ্ঠাগুলি হবে আমার কাফন। সরকারের সার্টিফিকেট হলে হবে না হলে নাই, ঐ জিনিসের কী মূল্য থাকতে পারে? خيركم من تعلم القرآن و علمه তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে কুরআন মাজীদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়........ এই হাদীসের উপর বিশ্বাস রাখে আজ কতজন মুসলমান? দুনিয়ার এমবিএ সার্টিফিকেট কবরে কী কাজে আসবে? ক্বিয়ামতের ময়দানে? দুনিয়াবী শিক্ষাকে আমি হেয় প্রতিপন্ন করছি না আমার উস্তাদ মুহতারাম বলেছেন "দুনিয়া হল বাথরুম এর মত, বাথরুম ছাড়া আমরা একদিন ও চলতে পারি না কিন্তু তাই বলে বাথরুমকে তো আমরা ভালোবাসি না? সুতরাং দুনিয়াবী জ্ঞান আমরা অর্জন করব নিজেদের প্রয়োজনে ব্যবহার করব কিন্তু এর অর্থ এই না যে, "দুনিয়াবী জ্ঞান" আমার কাছে কুরআনের চাইতে বেশী মর্যাদাবান হবে? কিন্তু বর্তমানে তাই হয়েছে, আর এ জন্যই মুসলমানদের অধপতন, এখন আমি চাই আমার ছেলে বড় হয়ে বেকার থাকুক.... তবু সে কুরআনে হাফেজ হোক.... কুরআনে হাফেজের লাশ কবরে পচবে না। إِنَّ اللَّهَ اشتَرىٰ مِنَ المُؤمِنينَ أَنفُسَهُم وَأَموٰلَهُم بِأَنَّ لَهُمُ الجَنَّةَ ۚ يُقٰتِلونَ فى سَبيلِ اللَّهِ فَيَقتُلونَ وَيُقتَلونَ ۖ وَعدًا عَلَيهِ حَقًّا فِى التَّورىٰةِ وَالإِنجيلِ وَالقُرءانِ ۚ وَمَن أَوفىٰ بِعَهدِهِ مِنَ اللَّهِ ۚ فَاستَبشِروا بِبَيعِكُمُ الَّذى بايَعتُم بِهِ ۚ وَذٰلِكَ هُوَ الفَوزُ العَظيمُ [111] আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে, তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর রাহেঃ অতঃপর মারে ও মরে।

তওরাত, ইঞ্জিল ও কোরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল। আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক? সুতরাং তোমরা আনন্দিত হও সে লেন-দেনের উপর, যা তোমরা করছ তাঁর সাথে। আর এ হল মহান সাফল্য। আমাদের জীবনকে আল্লাহ কিনে নিয়েছেন এখন তিনি যাই খুশি তাই أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون মানুষেরা কি ধারণা করেছে এ কথা যে তারা বলবে আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ ১০ বছর পর আমি একটা মাদরাসা/স্কুল করব, যেখানে বাংলা মিডিয়াম থাকবে / ইংলিশ মিডিয়াম থাকবে কিন্তু সেখানে মূল থীম হবে ইমানের শক্তি। যারা সেকুলারদের দাত ভেঙ্গে দিবে।

কেউ বলতে পারবে না এরা দাওয়াত খায়, এরা ইংলিশ জানে না কিংবা এরা বিজ্ঞান জানে না........ তারা সমাজে বিনম্র হয়ে চলবে আর হয়ে বিকৃত মস্তিষ্ক বুদ্ধীজীবীদের পদদলিত করে চলবে... তাই গ্রামের কিছু ছেলে পেলে খুজছি এখন থেকেই নজর রাখছি এতীম অসহায় গরীব ছেলে... ধনীর ছেলেরা তো কুরআন হাদীস শিখবে না, তাদের তো এগুলোর দরকার নেই, যারা খেয়ে দেয়ে চলতে পারে না তারাই কেবল কিছুদিন এই ধর্ম নিয়ে ব্যবসা করবে পেট পালবে, আমিও তাই পেট পালার ধান্ধা করছি.......। ধর্ম নিয়ে ব্যবসার ধান্ধা করছি কেননা আল্লাহ নিজেই ধর্ম নিয়ে ব্যবসার কথা বলেছেন, يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا هَل أَدُلُّكُم عَلىٰ تِجٰرَةٍ تُنجيكُم مِن عَذابٍ أَليمٍ [10] মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বানিজ্যের সন্ধান দিব, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে? [11] تُؤمِنونَ بِاللَّهِ وَرَسولِهِ وَتُجٰهِدونَ فى سَبيلِ اللَّهِ بِأَموٰلِكُم وَأَنفُسِكُم ۚ ذٰلِكُم خَيرٌ لَكُم إِن كُنتُم تَعلَمونَ [11] তা এই যে, তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ও জীবনপণ করে জেহাদ করবে। এটাই তোমাদের জন্যে উত্তম; যদি তোমরা বোঝ। আমি আল্লাহর ডাকে সারা দিয়ে ধর্ম নিয়ে ব্যবসা করে পরকালের কঠিন আজাব থেকে বাচতে চাই, হে আল্লাহ আমায় রক্ষা কর আর সাহায্য কর!!! অনেক বিতর্ক হতে পারে তাই কমেন্ট অপশনটি ডিজেবল রাখলাম, তাই আপনার কোন মন্তব্য থাকলে এখানে পাঠাতে পারেন আপনি যে কোন ধরনের মন্তব্য পাঠাতে পারেন তবে অভদ্র ভাষা ব্যবহার করলে কোন উত্তর পাবেন না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।