শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর। বাহ! দুপুরে বাসের চাকার তলায়, সাঁঝ রাতে লাশকাটা ঘরে, সন্ধ্যায় প্রিয় বাস গৃহে কিছুক্ষণ কাটিয়ে এখন হীম ঘরে! আমাদের যোগাযোগ মন্ত্রী, মৃতদের ঘারে দোষ চাপিয়ে তাপানুকুল শয়ন কক্ষে, বিশ্রামরত! -পিজি হাসপাতাল, মর্চুয়ারি, ১৩ আগস্ট, ২০১১, রাত দশটার কিছুপর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।