আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির দিনে

এই দেশ, এই প্রকৃতি ও খুব কাছের মানুষ ছেড়ে কোথাও মিলিয়ে যাবো একদিন, সে সব কথা ভাবতে খুব কষ্ট হয়। মানুষের কাছে, প্রকৃতির কাছে আমি ঋণী। সেসব ঋণ শোধ করা হবে না কোনদিনই। তবু যেতেই হবে। যেতে হয়।

আমার প্রতিদিনের ভাবনা এবং জীবনের কিছু কথা যাবার আগে বলে যেতে চাই রাত থেকে বৃষ্টি টুপ টাপ ঝরছে জলে জলে থই থই খালবিল ভরছে ব্যাং ডাকে ঘ্যাং ঘ্যাং ঝোঁপ-ঝাড় আড়ালে গায়ে লাগে বৃষ্টি দ্বারে এসে দাঁড়ালে। উঁকি দিয়ে জানালায় দেখি একা দাঁড় কাক ভিজছে তো ভিজছে নেই কোন রাখঢাক। গুরু গুরু ডাকে মেঘ ঘন ঘন গর্জায় দূরে যেন কে ওই ছাতা মাথে কোথা যায়। বাতাসের ঝাঁপটায় উড়ে গেল ছাতিটা শূর দিয়ে পানি তোলে মিয়াদের হাতিটা। এক ঝাঁক বুনো হাঁস উড়ে যায় আকাশে রাশি রাশি কালো মেঘ উড়ে চলে বাতাসে।

কালো মেঘ ছেয়ে আছে আকাশটা অন্ধ বেশ তো ভারি মজা স্কুলটা আজ বন্ধ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।