আমাদের কথা খুঁজে নিন

   

Hide করে ফেলুন আপনার Computer এর যে কোন Drive

পাপ কখনও পিছু ছাড়ে না আজ হোক কাল হোক সে মূল্য নিতে আসবেই । অনেক সময় অনেক প্রয়োজনে কম্পিউটারের Drive Hide করার প্রয়োজন পড়ে । বা কম্পিউটারে একাধিক User ইউজার থাকলে অনেক ক্ষেত্রে Privecy বা নিজের জরুরী ফাইল রক্ষার্থে ও Drive Hide করার প্রয়োজন পড়ে । তো আসুন শিখে নিই কিভাবে সব চাইতে সহজ পদ্ধতিতে Drive Hide করা যায় – ১. Start Button এ Click করে Run মেনুতে যান । • অথবা সরাসরি Windows Key + R চাপুন ২. Cmd লিখে Enter চাপুন ।

• Enter চাপার পর আপনার স্ক্রিনে Command মেনু প্রদর্শিত হবে । ৩. Diskpart লিখে Enter চাপুন । ৪. এবার List volume লিখে Enter চাপুন । • Enter চাপার পর আপনার স্ক্রিনে আপনার Drive গুলো প্রদর্শিত হবে । ৫. এবার যে কোন একটি Drive Select করুন ।

Select করার জন্য select volume 8 লিখুন (আপনি যদি ৮ নং Drive select না করে অন্য কোন Drive select করতে চান তবে সেটি লিখুন । ) ৬. এবার Remove letter I লিখে Enter চাপুন (আপনার যদি অন্য কোন Drive Hide করতে চান তবে I এর স্থলে সে Drive Letter লিখুন ) । *উল্লেখ্য ৫ নং ধাপে যে Drive টি Select করেছেন সে Drive এর নামই ৬ নং ধাপে Drive letter হিসেবে লিখতে হবে । (যেমন : D F G H I ইত্যাদি । ) ব্যাস Hide হয়ে গেল আপনার Drive ।

পুনরায় Drive কে ফিরিয়ে আনার জন্য যা করতে হবে ৭. উপরের ১-৫ নং ধাপ কে অনুসরন করুন । ৮. এবং assign letter F লিখে Enter চাপুন । ব্যাস ফিরে আসল আপনার লুকিয়ে থাকা Drive ! আসলে কোন রাজনীতি দলের অনুপ্রেরনা নয় বা কোন দলগত কারনে নয় , আমি চাই আমার দেশের সবাই IT তে এগিয়ে যাক আর অন্যান্য উন্নত দেশের মত । তারই প্রচেষ্টায় আপনাদের সবাই কে স্বগতম আমার DIGITAL TEAM LTD এ যে কান IT / Computer Related সমস্যার Instant সমাধানের জন্য । কোন রকম Charge বা শর্ত ছাড়াই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।