আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে গচ্ছিত রাখা ভালবাসা

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** অন্যদের মত আমি অত কারুকার্য জানি না, জানি না অত কথার ভাঁজ নেই জীবন সম্পর্কে বাস্তবজ্ঞান, বই,গান,নাচ,কবিতা আবৃত্তি,আর দাবা খেলেছি ইটিস-পিটিস করতে আসলেই ভাই বানাতাম, নইলে সরে যেতাম, মোবাইলে কেউই পায়নি ওই নায়িকাদের মত হেলে-দুলে এ ওর সাথে কথা দিয়ে ঘায়েল করার পর্বে যাইনি বান্ধবীদের তুমুল ভালবাসার জোয়ার বইত, কিংবা মোবাইলে ইটিস-পিটিস দেখে ভাল লাগত না অতি ভদ্র মেয়েদেরও রাত ১২-১টায় স্যারদের সাথে অহেতুক গল্প পর্বে=(সি.এ.সি নয়) গ্রেড৷রার হয়ে স্যারদের রুমে ঘন্টার পর ঘন্টা কি সব নম্বর বাড়ানোর পাঁয়তারা দেখতাম। অন্যদের মত আমি চতুরতা পারি না, উনিশ কে বিশ করতে পারি না শুধু হা করে দেখতাম কে কত রং-ঢং করে কতটা নিচে নামতে পারে। তবে আমাদের বন্ধুদের অনেক-কে ভালবাসায় জয়ি হতে দেখেছি ওরা টুনা-টুঁনির মত আঠার মত লেগে থাকত, কিন্তু কেন জানি তা করতেও লজ্জা লাগছে স্বার্থ= বড় হব একে- ওকে ধরে এই গুনও নেই আছে শুধু একরাশ সততা আর ভদ্রভাবে পথ চলা আর আছে কাউকে না দেয়া হৃদয়ে গচ্ছিত রাখা ভালবাসা কোন একদিন হতে তোমায় দিব বলে জমিয়ে রেখেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।