আর কেন সম্মেহন-এ পাপ, থাক- ‘বেদনা আমারি থাক’
উর্বশী হৃদয়ের উন্মত্ত সিড়ি ভেঙ্গে
ভালবাসার প্রগাঢ় আহ্বানে
দীপ্ত পদে এগিয়েছো তুমি,
সোনাঝড়া রোদ্দুরের মতো
তোমার মণ্ত্রমুগ্ধ হাসিতে
হৃদয়ে জেগেছে জলাঙ্গীর ঢেউ।
স্পর্শ সুখের দুর্বোধ্য প্রতিজ্ঞায়ভরা
তোমার সু-গভীর চোখের ভাষায়
জেগে ওঠে সুনীল শান্তনা,
নীলাকাশ ছুঁয়ে জ্বলে ওঠা নক্ষত্র পুষ্পের মতো
তোমার ঝলমলে চোখ যখন আমায়
উতলা করে, তখন বলিষ্ঠ ঠোটে
তোমার কপালে ভালবাসার প্রগাঢ় চুম্বন
একে দিতে ইচ্ছে হয় আমার।
হৃদয়াকাশে অষ্টপ্রহর শুভ্র মেঘের মতো
যখন ভেসে বেড়ায় তোমার সুখস্মৃতি,
সুখের আগুনে তখন গুন গুন করে উঠি দুরন্ত আমি।
-জোবায়ের আহমেদ নবীন
৮ অক্টোবর ২০১৩ইং, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।