আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে প্রচন্ড প্রলয়

এসো নীপবনে আমার স্বপ্নগুলো পরজীবী হয়ে গেছে তারা কি পরিমানে আষ্টেপিষ্টে তোমায় জড়িয়ে রয়েছে- তুমি কি টের পাও? কোনোদিন বোঝাতে পারিনি আমি, তোমায়। বর্ষার পেট চিরে বেরিয়ে আসে শ্রাবন তুমি হও শ্রাবন ধারা। সূর্যের আলোয় নেমে এসো তুমি, কোনো এক বিকেলে আমি রংধনু হবো। হৃদয়ে প্রচন্ড প্রলয়। ধীরে ধীরে সিড়ি বেয়ে নেমে গেছি আধারে যে আধার গড়েছো তুমি। আমি এখন পাথর খুজেঁ বেড়ই; পাথরে পাথর ঘষে যদি জ্বালাতে পারি এক ঝলক স্নিগ্ধ আগুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।