blog_id: 85969 তবু বেচেঁ আছি এই শহর জনপদ অট্টালিকা আঁকড়ে ধরে, তবু বেচেঁ আছি বেচেঁ থাকতে হয় সময়ের তাগিদে। জীবনের পড়ন্ত বিকেলেও এসে দেখি বুড়োবুড়ি হাটছে রাস্তায়, ভোরে কিংবা বিকেলে তাও কি শুধুই বেচেঁ থাকা আর ক'টা দিন। প্রেমে ব্যর্থ হয়েও কতজন বাচেঁ কিন্তু তারাওতো একদিন ভেবেছিলো, হয়তো - বাচঁবেনা একজন অন্যজনকে ছাড়া। দূরন্ত ঝড় টর্নেডো আর মহামারীর মাঝে মানুষ বেচেঁ থাকে, কোলের সন্তান ভেসে যায় বন্যার স্রোতে পিতার সামনে লাঞ্চিত হয় মেয়ে। ভাইয়ের সামনে ক্যান্সারে ভূগছে আদুরে বোনটি বন্ধুর তাজা রক্তেও হাত, রাঙ্গিয়েছি আমরা কতজন তবুও তো বেচেঁ আছি এই খুন লাঞ্চনা আর অভিসম্পাত আর হতাশা আঁকড়ে। একি শুধুই বেচেঁ থাকা সময়ের প্রয়োজনে। _________________________ ১৯৯৭-এর বই মেলায় প্রকাশিত সংকলনের অন্তর্ভূক্ত আমার কবিতা এটি, ব্লগে আবার প্রকাশ করলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।