কাজী আনোয়ার হোসেন - নামটি শুনলেই সেবা প্রকাশনীটা যেন চোখের সামনে ভেসে ওঠে। কৈশোর কাল থেকে এখনও পর্যন্ত সেবা'র একনিষ্ঠ ভক্ত রয়ে গেছি। স্কুলে পড়ার সময় অনেকবারই ২৪/৪ সেগুনবাগিচায় ঢু মেড়েছি। সবচেয়ে প্রিয় সিরিজ ছিল ''কুয়াশা'' ( অবশ্য অন্যগুলাও বাদ ছিল না,তিন গোয়েন্দা,অনুবাদ,ক্লাসিক,রহস্যপত্রিকা,হরর )। সবচাইতে বেশি খুজতাম ওনার লেখা ৭০-৮০ দশকের রহস্যোপন্যাস গুলো। আস্তে আস্তে স্কুলের গণ্ডি পেরিয়ে মাসুদ রানা'র ভক্ত হলাম এখনও আছি এবং থাকবো..... সেবা'য় যাওয়ার সুবাদে ২/১ জন লেখককে দেখেওছিলাম। কিন্তু কাজীদা'কে কখনও সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি। আজ ইউটিউবে ওনার একটা সাক্ষাৎকার দেখে ব্লগে শেয়ার করলাম। গতকাল ওনার ৭৭ তম জন্মবার্ষিকী ছিল,তাঁর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। কাজীদা'র সাথে কিছুক্ষন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।