আমাদের কথা খুঁজে নিন

   

সমঝোতাই একমাত্র পথ: মওদুদ

শনিবার সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
বিএনপির দাবি উপেক্ষা করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাইলে গণতন্ত্র বিপন্ন হতে পারে বলেও ক্ষমতাসীনদের সতর্ক করেন তিনি।
মওদুদ বলেন, “আমরা সরকারকে বলছি, বিএনপি বা ১৮ দলীয় জোট বর্তমান সরকারের অধীনে নির্বচনে অংশ নেবে না।
“তা যদি করার চেষ্টা হয়, সেক্ষেত্রে সরকারের যে কোন নির্বচনী কৌশল সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে। সে অবস্থায় গণতন্ত্র ব্যাহত হবে, সরকারকেই তার দায় নিতে হবে।”
তিনি বলেন, “সরকার যদি সমঝোতার পথ ছেড়ে সংঘাতের পথ বেছে নেয়, তাহলে বিএনপি ও তার জোট কঠোর আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বচন করার জন্য সরকারকে বাধ্য করবে এবং সেক্ষেত্রে বর্তমান সরকারের পরিণতি হবে আরো করুণ।”  
সংবাদ সম্মেলনে বিরোধী দলের ভারপ্রাপ্ত প্রধান হুইপ শহীদ উদ্দীন চৌধুরি এ্যানি, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, জাফরুল ইসলামসহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।