একটা কিছু করে না দেখালে শান্তি নাই.............. গত কয়েকদিনে সাকিব এবং তামিমের কিছু উক্তি... *"‘নিজের স্ট্যান্ডার্ডটা অনেক ওপরে নিয়ে গেছি’ --তামিম * বেশি না,৩ টা শতক হাঁকাতে চাই -- সাকিব * 'জারভিস ওকে। ভিটোরি অর্ডিনারি।-- তামিম যখন ষষ্ষ্ঠ শ্রেনীতে পড়ি তখন ক্রিকেটের সুধায় পুরা নিমজ্জিত হয়েছিলাম। ডুবে ছিলাম প্রায় ১০ বছর কাল....ক্রিকেট নিয়ে এমন কোন খবর থাকতনা যা পড়িনি, প্রতিদিনের খেলার পাতা ছিল আমার বাইবেল। বাংলাদেশ তখন ছিল অনেক পিছনের একটা দল.....তবুও দেশের প্রত্যেক টা খেলায় অসম্ভব আগ্রহ ছিল.....বুলবুল ৩০ রান করলেও বলতাম সাবাস....আকরাম একটা ৬ মারলে বিছানা থেকে লাফ দিয়ে কয়েক পাক চক্কর খেয়ে নিতাম। । শান্ত দৌড় শুরু করলে সাথে সাথে নিজেরও হার্ট বীট বেড়ে যেত কয়েকগুন... আর এখন.......সত্যি করেই বলি.....কোন আগ্রহ নাই....বাংলাদেশ নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে, আমি তেমন কোন উৎসাহ পাইনাই.....নিজে যে বুড়ো হয়ে গিয়েছি তা না.....এখোনো বার্সেলোনার খেলার আগের দিন আমার দুশ্চিন্তায় ঘুম আসেনা.....কারন কি?? একটা কারন হতে পারে তারকার অভাব....সত্যি কথা বলতে গেলে এখন ক্রিকেটে কোন তারকাই নেই.....আর একটা কারন হতে পারে অতিরিক্ত দুর্নীতি......ভারত যা শুরু করেছে তাতো একেবারে চোখের সামনেই ডাকাতির মতো.......... আরেকটা কারন হলো......এইসব কথাবার্তা। আগে ভারত-পাকিস্তান খেলা হলে কত উত্তেজনা ছিলো.....অস্ট্রেলিয়ার কাছে কেউ পাত্তাই পেতনা,তখোনো এসব কথার ধারেকাছে কাউরে কোন কথা বলতে শুনিনাই.......অস্ট্রেলিয়া যখন বলেকয়ে সবাইরে হারাত তখোনো ডারউইনে বাংলাদেশের সাথে টেস্টের আগের দিন পন্টিংকে বলতে শুনেছি,"ক্রিকেটে অনেক কিছুই হতে পারে....বাংলাদেশ ভাল দল"এইটা সেইটা...... মাঝে মাঝে অ্যাশেজের আগে কিছু এইরকম কথা হতো কিন্তু সেইটা তো পুরাই খেলার অংশ হয়ে গিয়েছিলো...... আর এখন শেবাগ, ধোনী,, শ্রীশান্তরা শুরু করে দিয়েছে আর আমাদের এইসব তথাকথিত তারকারা যারা এখোনো ক্রিকেটের অ আ শেখার পর্যায় ই পার হয়নাই তারা এইসব কথা বলে....... যেকোনো খেলায়ই প্রতিপক্ষকে সম্মান জানিয়ে খেলতে হয়,এইটা খেলার স্পিরিটের একটা অঙ্গ। সাকিব-তামিম তোমাদের বুঝা উচিত......তোমাদের এইসব নির্লজ্জের মত কথাবার্তা দেশ হিসাবে আমাদের ছোট করছে.......তোমাদের কোন অধিকার নাই আমাদের সম্মান নিয়ে খেলার......যদি শুধরাতে পার তাইলে ভাল নাইলে ইতিহাস তোমাদের লাথি মেরে আস্তাকুড়ে ফেলে দিবে........ মনে রেখ.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।