আমাদের কথা খুঁজে নিন

   

দাহ্য আমি

জীবন অনেক সুন্দর, তবু অনিচ্ছাতে জীবনটাকে নষ্ট করে ফেলি। জ্বলে পুড়ে খাঁক হয়ে যাই, তবু দমকলের দেখা না পাই। যন্ত্রণার আতিশয্যে আমি আজ দুমরে-মুচরে সংকুচিত হয়ে যাই, তবুও ভেতর ভেতর অংগার হবার আগে উদ্ধারের আশা না হারাই। ভুল সব ভুল, কোন উদ্ধারকর্মী আসে না আমার সাহায্যার্থে। অগ্নিশিখায় আমি সম্পূর্ণ একা। আমার কোষের প্রতিটি ভাঁজে যন্ত্রণার অশ্লীল নর্তন , আমি হারাই ধীরে ধীরে- আমার ইচ্ছের আজন্ম সমর্থন। আমি ও আমার চিরন্তন অস্তিত্ব আজ অনুভব করে একাকীত্ব, এই দুঃসময়ে পাই না আমি আর সেই ক্লেশহীন সময়ের স্মৃতির ছোঁয়া, অনল দহনে আমার চতুরপাশ দমহীন ধোঁয়ায় ছাওয়া। বিষমাখা অন্ধ ধোঁয়ার মেঘ কেড়ে নেয় সব মনের আবেগ, যা ছিল সঞ্চিত অন্তরে আমার; সীমাহীন তাপের আঁচে পুড়ে যায় আমার উজ্জ্বল ত্বক, হারিয়ে যায় আমার মনুষ্য দেহ, ত্বকহীন অসার দেহ কাঁধে বয়ে চলে- কিছু ভার বাহক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.