আমাদের কথা খুঁজে নিন

   

জিবনে কমপক্ষে একটি ঈদ করুন মানুষ হিসাবে।

ছোটকালে ঈদের দিন মানে খুশির দিন বলতে রমজানের ঈদের দিন ছিল। কুরবানি ঈদে খুশির চেয়ে বিব্রতকর অবস্তা ছিল বেশি। বাবা সেই সময় কুরবানি পশু কিনতে পারতেন না। আর আপনি যদি নিজেকে মধ্যবিত্ত বলে জাহির করেন, তবে আপনার ছেলে মেয়েদের, কুরবানি পশু কি কিনা হয়েছে সে প্রশ্নের সম্মখিন হতে হবেই। আমারা তাই kuকুরবানি ঈদের আগে এই প্রশ্নের ভয়ে বন্ধুদের কাছে থেকে একরকম পালিয়ে থাকতাম।

রমাজানের ঈদে এরকম কোন ঝামেলা ছিল না। রমাজানের ঈদের আগে আমাদের প্রধান কাজ ছিল, আমাদের জামা কাপড় গুলো আয়রন করা। জামা কাপড় গুলো যেন ঈদের জন্য অপেক্ষা করত। সার্টের নিচের দিকে সারা বছর আয়রন না করায় , পেচাই পেচাই যেন সার্ট অনেক ছোট হয়ে যেত। কোন কোন ঈদে আয়রন করার টাকাও পেতাম না, সে সময় কাসার গ্লাসে জলন্ত কয়লা নিয়ে সার্ট আয়রন করার বিফল চেষ্টা করতাম।

ঈদের দিন আয়রন করা সার্ট পড়ে ঈদের মাঠে যেতাম। মাঠে যাওয়ার আগে পাড়া-প্রতিবেশির ঘরে ঘরে সিমাই খেয়ে যেতাম। এখন দিন বদলাই গাছে। সত্যিই কি সবার দিন বদলায়ে গাছে? আপনি যখন অনেক দামি জামা ঈদে পরেন, তখন কেউ লজ্জাই ঈদ করতে পারে না। আপনি অবশ্যই দামি জামা পরবেন পুজিবাদ তাই বলে, মানবিকতা বলে আপনি অপরের জন্য কিছু করবেন।

জিবনে কমপক্ষে একটি ঈদ করুন মানুষ হিসাবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.