আমাদের কথা খুঁজে নিন

   

আমার জিবনে প্রথম কোন সিনামা হলে গিয়ে সিনামা দেখা

আমি বাংলায় গান গাই । আমি বাংলা কে ভালবাসি অনেকদিন যাবত চোরাবালি দেখার ইচ্ছা ছিল , কিন্তু কিভাবে দেখব বুঝতে পারতেছিলাম না । কারন আসে পাশের দোকান গুলাতে খোঁজ নিলে তারা বলত এখনও আসে নাই। তো অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার ছিল না । আর একদিন দেখলাম যে আমাদের কুমিল্লার একটা সিনামাহলে চোরাবালি টা আসছে তো বন্ধুদেরকে নিয়ে ঠিক করলাম যে এটা দেখতে যেতে হবে , কিন্তু সময় হচ্ছিল না কারো সময় হয় তো অই সময় অন্যজন ব্যস্ত থাকে......আজকে মোক্ষম সময় পেলাম কলেজে যাবার পর দেখলাম ক্লাস হবে না আর আমরা ফ্রেন্ড সার্কেলের সবাই আজকে কলেজে তো আর পায় কে গেলাম চোরাবালি দেখতে , অনেকদিন বাংলাসিনামা দেখা হয় না , আজ দেখলাম ভালই লাগলো । তবে কেন যেন মনে হল কিছুতা ইন্ডিয়ার ধাঁচের সিনামা , কারন শুরু টা হল আইটেমগান দিয়ে ,আর ফিনিশিং টাও কেম যেন লাগলো, অই জায়গাগুলাই কেবল মাত্র ভাল লাগে নি তা ছাড়া পুরো সিনামাই ভাল। ছোট হাতে মনে হয় বড় কাজ করে ফেললাম একটু সমালচনা করে ফেললাম ও, ভালোকথা এর আগে কখনও সিনামা হলে জাইনি আজকেই প্রথম তো প্রথম হিসেবে অভিজ্ঞতা খারাপ না .....................।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.