অনেকগুলো পোস্ট ড্রাফটে নিলাম বিশেষ কারণে আমি সামান্য ব্লগার । চাইলেও নিয়মিত হতে পারি না সামুতে। হঠাত খেয়াল করলাম আমার এই সব আঊল ফাঊল পোস্টই মানুষ দশ হাজার বার গিলেছে। নাহ সামুর ব্লগারদের ধৈর্্য আছে, মানতেই হবে। সেই কারণে আমার তরফ থেকে নিন আন্তরিক অভিনন্দন ও সালাম। সেই সাথে আমার এই পোস্ট গুলো পড়ে দেখতে পারেন। বাংলাদেশে মেধার বিস্ফোরণ , কলেজ মূল্যায়ন পদ্ধতি এবং জোচ্চুরি ( এইচএসসি ২০১১) এটা আমার নোটিশ ব্লগ ( পরোপকারী পুস্ট - এইচএসসি পাস দের জন্য) হরেক রকম নাইপত্তামি ( সুশীল ++ মানে সুশীলদের প্রবেশ নিষেধ...)(একখান টেকি পুস্ট ) ২০১০ এ ব্লগ কাঁপানো সেরা দশ ( একটি ব্লগীয় পর্যবেক্ষণ) (শুধুই নতুন ব্লগারের জন্য )জাকারিয়া ভাই আ মাদের মাঝে এখন নাই ...পাখি চলে যায় পালক তো রয়ে যায় অজানা প্রকৃতির তরল ( একটি আদিভৌতিক গপ্প )-স্বেচ্ছায় রক্তদান নিয়ে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।