শনিবার এক মানববন্ধনে এই দাবি তুলে সিপিবির সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ বলেন, “শফীর বক্তব্য শুধু নারী বিরোধীই নয়, তার বক্তব্য প্রগতিবিরোধী, সভ্যতাবিরোধীও। ”
হাটহাজারীতে আহমদ শফীর একটি বক্তৃতার ভিডিওক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়।
ওয়াজে শফী নারীদের চতুর্থ শ্রেণির বেশি পড়াতে নিষেধ করেন, সমালোচনা করেন সহশিক্ষার। নারীদের চাকরি না করে বাড়িতে রাখার পরামর্শ দেন তিনি।
ওই ওয়াজে নারীদের পোশাক-আশাক নিয়ন্ত্রণ এবং জন্ম নিয়ন্ত্রণের বিরুদ্ধেও কথা বলেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক।
শফীর ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহল তার নিন্দা জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই বক্তব্যকে জঘন্য বলে আখ্যায়িত করেন।
সিপিবি সাধারণ সম্পাদক শফীর বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগে মামলা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানান।
জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবির নারী সেলের উদ্যোগে এই মানববন্ধনে সিপিবি নেতা মো. শাহ আলম, লক্ষ্মী চক্রবর্তী, আবদুল্লাহ আল কাফি রতন, মাকছুদা আক্তার লাইলী, আহসান হাবিব লাবলুও অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে অভিনেত্রী রোকেয়া প্রাচী শফীর সংগঠন হেফাজতে ইসলামকে নিষিদ্ধের দাবিও জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।