আমাদের কথা খুঁজে নিন

   

জামাতি শুয়রদের কাণ্ড

ভালোবাসি ফুল, চাঁদ, শিশু আর বাংলাদেশ। রাজাকার-মৌলবাদীরা ১০০ হাত দূরে থাকুন।

'হায় আল্লাহ, রমজানে ইহা কী শুনিলাম' ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিবন্ধন নিয়ে জামায়াতে ইসলামীর আচরণে বিস্ময় প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি বলছে, আগের দুই দফা সংলাপে দলটি নিবন্ধনে সম্মত হলেও শেষ বার এসে আপত্তি জানিয়েছে। একই কাজ করেছে ইসলামী ঐক্যজোটও।

"হায় আল্লাহ্...ইয়া রাহমানুর রাহিম; পবিত্র মাহে রমজানে জামায়াত ও ঐক্য জোটের হুজুরদের মুখে ইহা কী শুনিতে পাইলাম!", প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সোমবার তার দপ্তরে সাংবাদিকদের কাছে তার বিস্ময় প্রকাশ করলেন এভাবেই। সিইসি বলেন, "জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট আগের দুই বার সংলাপে এসে আমাদের বলেছিল- তারা নিবন্ধনে রাজি আছেন। কিন্তু অবাক বিষয়, এবার এসে তারা সব নাকচ করে দিলেন!" তবে জামায়াত ও ইসলামী ঐক্যজোটের বক্তব্যে হতভম্ব হলেও চারদলীয় জোটের বৃহত্তম শরিক বিএনপির মনোভাবকে ইতিবাচক বলে মনে করছে ইসি। গত শনিবার চারদলীয় জোটের তিন দল বিএনপি, জামায়াত ও ইসলামী ঐক্যজোট ইসির সঙ্গে সংলাপ করে। আগের দুই দফা সংলাপে অংশ নিলেও তৃতীয় দফা সংলাপে বিএনপি বসতে আপত্তি জানালে তাতে সুর মিলিয়ে ওই দল দুটিও বসেনি।

পরে বিএনপির সঙ্গে ইসি বসলে জামায়াত ও ইসলামী ঐক্যজোটও সংলাপে আসে। সিইসি বলেন, "বিএনপি খুব ইতিবাচক মনোভাব নিয়ে কমিশনের সঙ্গে আলাপ করেছে। তাদের নির্বাচনমুখী মনে হয়েছে। তাদের কথায় আমরা আশার আলো দেখতে পেয়েছি। " সংলাপে আওয়ামী লীগসহ অধিকাংশ দলই মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতে ইসলামীকে নিবন্ধন না দেওয়ার দাবি জানায়।

জামায়াত ও ইসলামী ঐক্যজোটের বিষয়ে শামসুল হুদা আরও বলেন, "তারা অ্যাবাউট টার্ন নিয়ে চলে গেলেন। আমার কাছে অসম্ভব মনে হলো। খেলাধূলার মধ্যেও নতুন করে শুরু করার জন্য কোনও না কোনও অজুহাত লাগে। কিন্তু তাদের এ আচরণের কোনও কারণই জানতে পারলাম না। খুব কষ্ট লেগেছে।

" সিইসি জানান, ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে বছর ধরে যে সংলাপ চলেছে তাতে জামায়াতে ইসলামী ও ঐক্য জোট ছাড়া সবকটি দলই নিবন্ধনে সম্মতি দিয়েছে। দেশে কোনও যুদ্ধাপরাধী নেই- গত বছরের ২৫ অক্টোবর প্রথম দফা সংলাপে জামায়াত সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের এ মন্তব্যে সারাদেশে সমালোচনার ঝড় বয়ে যায়। তৃতীয় দফা সংলাপে নিবন্ধন বাধ্যতামূলক না করার জন্য কমিশনের কাছে দাবি জানায় জামায়াত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।