আমাদের কথা খুঁজে নিন

   

একটি জামাতি Threat!!!

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত। http://www.linux.org.bd   শাহবাগ এর পরিস্থিতির বিবরণ দেওয়ার কোন দরকার নাই। কারণ সবাই জানেন বিষয়গুলো(এই অনেকে আসতেসে Dating, Hangout etc এর জন্য, জিনিসটা Political issue, Media ফায়দা লুটতেসে ইত্যাদি কথায় আমি যাবো না)।

সর্বশেষে আমরা আনন্দিত, এখন থেকে আমরা যেকোন দাবি আদায়ের জন্য মাঠে নেমে আন্দোলনে যাবো(Public একবার যখন নামসে তেল- গ্যাস- বিদ্যুৎ বা অন্য যেকোন issue নিয়ে নামবে)। এবার জামাতের কিছু প্রসংসা করি। জামাতের Politics অনেক matured, তারা অনেক company, media ও Institute এর মালিক। তারা আসলেই জানে একটা দেশের ভিতকে কিভাবে আক্রে ধরতে হয়। তাদেরকে সচরাচর দেখা যায় না।

যখন দেখা যায় দলবল সহই দেখা যায়(যেমন মতিঝিল এর মিছিল)। এখনও তারা নিশ্চুপ... এতোকিছুর পরেও। আমার সন্দেহ ওরা কি নিশ্চুপ না ওরা অপেক্ষমান। কখন শেষ হবে এই আন্দোলন এবং কখন তারা মাঠে নামবে। তারা মাঠে নামবেই এটা আপনি আমি সবাই জানি।

তখন কি হবে সেটা না হয় সময় এর উপর ছেরে দিলাম। এবার আসি জামাতি Threatএ আন্দোলনে সবাই সামিল হচ্ছেন(সেটা নিজ ইচ্ছা বা অন্যের ইচ্ছায়)। এইখানে Media অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিপ্লবী অনেক তরুণদের দেখা যাচ্ছে। তারা যেই হোক না কেন? (যেকোন সংগঠনের পাতিনেতা বা সাধারণ তরুণ) তাদের অনেকের ছবি প্রকাশ হচ্ছে (এমনকি অনেকের বিস্তারিত Interview)।

আমার একটাই কথা যাদের মিডিয়াতে দেখানো হলো। আন্দোলন শেষে তারা কি পারবে নিজ বাসায় ফিরে জেতে বা শান্তিতে থাকতে। ? সরাসরিভাবে আমি বলতে চাচ্ছি এখন সবাই একসাথে কিন্তু বেলা শেষে যখন তারা একা ফিরে যাবে তখন তাদের নিরাপত্তা দিবে কে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.