কমপিউটার ব্যবঃহার করছি ১ বছর এর বেশি । যাই হোক চলে ভালই শুধু মাঝে মাঝে আব্বু একটু সমস্যা করে ।থিম চেন্জ বা গান শোনা পছন্দ করে না।তাই সিদ্ধান্ত নিলাম বাজান ব্যবঃহার করব উন্ডোজ আমি করমু উবুন্টু ।কাল রাত থেকে সংগ্রাম করলাম usb দিয়ে কাজ সারবো কিন্তু পারলাম না শেষ পর্যন্ত dvd burn করে install করলাম। এখন ইন্টারনেট ব্যব্হার করতে পারছি না । আমি বাংলা লায়ন ব্যব্হার করি।তাই কিভাবে উবুন্টু তে বাংলা লায়ন ব্যব্হার করবো কেউ জানালে উপকৃত হবো.।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।