আমাদের কথা খুঁজে নিন

   

কবিতার বই চোখের সামনে মিস্ট্রি তৈরী করে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে কবিতা পড়তে গেলে ইদানিং, মানে যাই পড়ি, মনে হয়, কেমনে মানুষ লেখে? কত সুখে থাকে, যারা কবিতা লিখতে পারে। তবে কবিতা পড়াই হয় না। একটাও না। যেখানে প্রতিদিন কবিতা পড়তাম, সেখানে এখন মাসে একটা! আমার মনে হচ্ছে আমার চোখে কবিতা পড়েও না। নেটে এত কবিতার ছড়াছড়ি, কত ভালো কবি লিখে যাচ্ছেন অবিরত, কিন্তু আমার চোখে পড়ে না।

বাসায় কত কবিতার বই, কিন্তু চোখে পড়ে না। মনে থাকে না। কবিতার বইগুলো স্রেফ চোখের সামনে মিস্ট্রি তৈরী করে, ভুলিয়ে দেয়, তুলে নেই অন্য কিছুর বই। কবিদের নাম ভুলে গেছি। কে কে যেনো কবিতা লেখে? বন্ধুরা! কবিতা যেনো কিভাবে লেখে? কেনো কবিতা লেখে? তবে একটা/দুটো কবিতাংশ, সে যাই হোক না কেনো, যাকে পরিচয় দেয়া হয় কবিতা বলে, পড়ে ভালো লাগে।

ভীষন ভালো লাগে। মনে হয় আমিও একটা কবিতা হই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।